Rituparna Sengupta: চালতাবাগানের মন্ডপে বিশেষ শিশুদের খাদ্য এবং বস্ত্র দান করলেন ঋতুপর্ণা

Rituparna Sengupta: একাদশীর দিন চালতাবাগানের মন্ডপ থেকে বিশেষ শিশুদের খাদ্য এবং বস্ত্র দান করলেন ঋতুপর্ণা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এই পুজোর চেয়ারম্যান তথা সমাজসেবী সন্দীপ ভুতোরিয়া এবং পুজো কমিটির অন্যতম সদস্য সুপ্রিয়া জয়সওয়াল।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 17, 2021 | 1:31 PM

1 / 6
বড় লাল টিপ। লাল ব্লাউজ, সাদা শাড়ির আঁচলে মা দুর্গার মুখ। খোলা চুলের সাজে তিনিও যেন মা দুর্গার প্রতিরূপ। তিনি অর্থাৎ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

বড় লাল টিপ। লাল ব্লাউজ, সাদা শাড়ির আঁচলে মা দুর্গার মুখ। খোলা চুলের সাজে তিনিও যেন মা দুর্গার প্রতিরূপ। তিনি অর্থাৎ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

2 / 6
একাদশীর দিন এই সাজেই ঋতুপর্ণা পৌঁঠে গিয়েছিলেন মানিকতলা চালতাবাগান দুর্গাপুজোর মন্ডপে।

একাদশীর দিন এই সাজেই ঋতুপর্ণা পৌঁঠে গিয়েছিলেন মানিকতলা চালতাবাগান দুর্গাপুজোর মন্ডপে।

3 / 6
অভিনয়ের পাশাপাশি বরাবরই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন ঋতুপর্ণা। এ দিনও তার ব্যতিক্রম হয়নি।

অভিনয়ের পাশাপাশি বরাবরই বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন ঋতুপর্ণা। এ দিনও তার ব্যতিক্রম হয়নি।

4 / 6
একাদশীর দিন চালতাবাগানের মন্ডপ থেকে বিশেষ শিশুদের খাদ্য এবং বস্ত্র দান করলেন ঋতুপর্ণা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এই পুজোর চেয়ারম্যান তথা সমাজসেবী সন্দীপ ভুতোরিয়া এবং পুজো কমিটির অন্যতম সদস্য সুপ্রিয়া জয়সওয়াল।

একাদশীর দিন চালতাবাগানের মন্ডপ থেকে বিশেষ শিশুদের খাদ্য এবং বস্ত্র দান করলেন ঋতুপর্ণা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এই পুজোর চেয়ারম্যান তথা সমাজসেবী সন্দীপ ভুতোরিয়া এবং পুজো কমিটির অন্যতম সদস্য সুপ্রিয়া জয়সওয়াল।

5 / 6
লকডাউনের প্রায় পুরো সময়টাই সিঙ্গাপুরে গোটা পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন ঋতুপর্ণা। কিন্তু দুর্গাপুজো কাটালেন কলকাতায়।

লকডাউনের প্রায় পুরো সময়টাই সিঙ্গাপুরে গোটা পরিবারের সঙ্গে কাটিয়েছিলেন ঋতুপর্ণা। কিন্তু দুর্গাপুজো কাটালেন কলকাতায়।

6 / 6
আপাতত মুম্বইয়ের কাজ নিয়ে ব্যস্ত ঋতুপর্ণা। রয়েছে টলিউডের কাজও। তাই মুম্বই-কলকাতা ব্যালান্স করে চলছেন।

আপাতত মুম্বইয়ের কাজ নিয়ে ব্যস্ত ঋতুপর্ণা। রয়েছে টলিউডের কাজও। তাই মুম্বই-কলকাতা ব্যালান্স করে চলছেন।