Messi vs Ronaldo: মেসি বনাম রোনাল্ডো, এক চিরন্তন লড়াই

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 24, 2022 | 8:52 AM

এই গ্রহের অন্যতম সেরা ফুটবলার তাঁরা। তাই প্রতিযোগিতাও প্রবল। ফুটবল মাঠ থেকে পুরস্কার, ফ্যান ফলোয়িং সবেতেই একে অপরকে টেক্কা দেওয়ার মনোভাব। মেসি বনাম রোনাল্ডো। এক যুগ আগে শুরু হওয়া সবুজ মাঠের এক চিরন্তন লড়াই।

1 / 5
গত ১৫ বছর ধরে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উভয়েই ব্যক্তিগত সবরকম পুরস্কার ঘরে তুলেছেন। তবে মোট ব্যালন ডি'অর পুরস্কার জয়ের নিরিখে এগিয়ে মেসি (৭)।

গত ১৫ বছর ধরে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উভয়েই ব্যক্তিগত সবরকম পুরস্কার ঘরে তুলেছেন। তবে মোট ব্যালন ডি'অর পুরস্কার জয়ের নিরিখে এগিয়ে মেসি (৭)।

2 / 5
ক্লাব ও জাতীয় দলের হয়ে খেতাব জয়ের নিরিখে কিছুটা এগিয়ে আর্জেন্টাইন তারকা। মেসির কেরিয়ারে জেতা খেতাবের সংখ্যা ২৮। রোনাল্ডো ২২। যদিও  চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে মেসিকে টেক্কা দিয়েছেন রোনাল্ডো (৫)। অন্যদিকে লিগ খেতাবে (১০) এগিয়ে আর্জেন্টাইন ফুটবলার।

ক্লাব ও জাতীয় দলের হয়ে খেতাব জয়ের নিরিখে কিছুটা এগিয়ে আর্জেন্টাইন তারকা। মেসির কেরিয়ারে জেতা খেতাবের সংখ্যা ২৮। রোনাল্ডো ২২। যদিও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রে মেসিকে টেক্কা দিয়েছেন রোনাল্ডো (৫)। অন্যদিকে লিগ খেতাবে (১০) এগিয়ে আর্জেন্টাইন ফুটবলার।

3 / 5
ক্লাব ফুটবলে রোনাল্ডোর গোল সংখ্যা ৯৩৩টি ম্যাচে ৬৯৮। রয়েছে ২৩০টি অ্যাসিস্ট। সেখানে ৮১২টি ম্যাচ খেলে লিও গোল করেছেন ৬৮৩টি। ৩১৮টি অ্যাসিস্ট।

ক্লাব ফুটবলে রোনাল্ডোর গোল সংখ্যা ৯৩৩টি ম্যাচে ৬৯৮। রয়েছে ২৩০টি অ্যাসিস্ট। সেখানে ৮১২টি ম্যাচ খেলে লিও গোল করেছেন ৬৮৩টি। ৩১৮টি অ্যাসিস্ট।

4 / 5
ক্লাব এবং দেশের হয়ে সর্বোচ্চ গোল স্কোরারে পরিণত হয়েছেন পর্তুগিজ মহাতারকা। ১১২১টি ম্যাচে ৮১৫টি গোল। একই ক্ষেত্রে ৯৭৪টি ম্যাচে মেসির মিলিত গোল সংখ্যা ৭৬৯টি।

ক্লাব এবং দেশের হয়ে সর্বোচ্চ গোল স্কোরারে পরিণত হয়েছেন পর্তুগিজ মহাতারকা। ১১২১টি ম্যাচে ৮১৫টি গোল। একই ক্ষেত্রে ৯৭৪টি ম্যাচে মেসির মিলিত গোল সংখ্যা ৭৬৯টি।

5 / 5
বিশ্ব ফুটবলের G.O.A.T হওয়ার লড়াই থাকলেও একে অপরের প্রতি প্রবল শ্রদ্ধা রয়েছে। লিগ আলাদা হওয়ায় বর্তমানে ফুটবল মাঠে দু'জনের দেখা সাক্ষাৎ কম হয়। ফুটবলপ্রেমীদের পাশাপাশি তাঁরাও নিজেরাও এই প্রতিদ্বন্দ্বিতাকে মিস করেন।

বিশ্ব ফুটবলের G.O.A.T হওয়ার লড়াই থাকলেও একে অপরের প্রতি প্রবল শ্রদ্ধা রয়েছে। লিগ আলাদা হওয়ায় বর্তমানে ফুটবল মাঠে দু'জনের দেখা সাক্ষাৎ কম হয়। ফুটবলপ্রেমীদের পাশাপাশি তাঁরাও নিজেরাও এই প্রতিদ্বন্দ্বিতাকে মিস করেন।

Next Photo Gallery