RSWS 2022: সচিন নামলেন, দল জিতল, সেই যেন অতীতে ফেরা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 11, 2022 | 6:30 AM

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় সংস্করণ শুরু হল। প্রথম ম্যাচে মুখোমুখি হয় সচিন তেন্ডুলকরের নেতৃত্বাত্বীন ইন্ডিয়া লেজেন্ড এবং জন্টি রোডসের দক্ষিণ আফ্রিকা লেজেন্ড দিয়ে। বড় জয় ইন্ডিয়া লেজেন্ডের।

1 / 5
টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ওপেনিং জুটিতে নমন ওঝার সঙ্গে ৪৬ রানের পার্টনারশিপ মাস্টারব্লাস্টারের। (ছবি : টুইটার)

টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ওপেনিং জুটিতে নমন ওঝার সঙ্গে ৪৬ রানের পার্টনারশিপ মাস্টারব্লাস্টারের। (ছবি : টুইটার)

2 / 5
দু-বার ক্যাচ মিস হয় সচিনের। শুরুর দিকে পিচ মন্থর হওয়ায় বড় শট খেলতে পারছিলেন না। মাত্র ১৬ রানেই আউট লিটল মাস্টার। (ছবি : টুইটার)

দু-বার ক্যাচ মিস হয় সচিনের। শুরুর দিকে পিচ মন্থর হওয়ায় বড় শট খেলতে পারছিলেন না। মাত্র ১৬ রানেই আউট লিটল মাস্টার। (ছবি : টুইটার)

3 / 5
স্টুয়ার্ট বিনি, সুরেশ রায়না এবং শেষ দিকে ইউসুফ পাঠানের বিধ্বংসী ইনিংস। প্রথমে ব্যাট করে ২১৭-৪ স্কোর ইন্ডিয়া লেজেন্ডের। (ছবি : টুইটার)

স্টুয়ার্ট বিনি, সুরেশ রায়না এবং শেষ দিকে ইউসুফ পাঠানের বিধ্বংসী ইনিংস। প্রথমে ব্যাট করে ২১৭-৪ স্কোর ইন্ডিয়া লেজেন্ডের। (ছবি : টুইটার)

4 / 5
ভারতীয় স্পিনারদের সামলাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা লেজেন্ডরা। লেগ স্পিনার রাহুল শর্মা ৩ উইকেট নেন। দুই বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ও যুবরাজ সিং (Yuvraj Singh) নেন ২ ও ১টি উইকেট। (ছবি : টুইটার)

ভারতীয় স্পিনারদের সামলাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা লেজেন্ডরা। লেগ স্পিনার রাহুল শর্মা ৩ উইকেট নেন। দুই বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ও যুবরাজ সিং (Yuvraj Singh) নেন ২ ও ১টি উইকেট। (ছবি : টুইটার)

5 / 5
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ করে দক্ষিণ আফ্রিকা লেজেন্ড। সর্বাধিক ৩৮ রানের অপরাজিত ইনিংস জন্টি রোডসের (Jonty Rhodes)। ভারত জেতে ৬১ রানের বড় ব্যবধানে। (ছবি : টুইটার)

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ করে দক্ষিণ আফ্রিকা লেজেন্ড। সর্বাধিক ৩৮ রানের অপরাজিত ইনিংস জন্টি রোডসের (Jonty Rhodes)। ভারত জেতে ৬১ রানের বড় ব্যবধানে। (ছবি : টুইটার)

Next Photo Gallery