Robert Lewandowski: বার্সার জার্সিতে অনুশীলন শুরু লেওয়ানডস্কির
Barcelona: নতুন দলে এ বার নিজেকে মানিয়ে নেওয়ার কাজে নেমে পড়লেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি। মেডিকেল পরীক্ষার পর, বার্সার সঙ্গে ৫ বছরের চুক্তিতে সই করেছেন লেওয়ানডস্কি। বার্সেলোনার জার্সি গায়ে চাপিয়ে কাতালান ক্লাবের হয়ে মিয়ামিতে অনুশীলন করাও শুরু করে দিয়েছেন তিনি।