রিয়েল এরিনায় লা লিগায় বার্সেলোনা (Barcelona) তাদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল রিয়াল সোসিদের (Real Sociedad) বিরুদ্ধে। ৪-১ ব্যবধানে জিতেছে কাতালান ক্লাবটি। পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি ৩৪তম জন্মদিনে জোড়া গোল করে দলকে জেতালেন। লেওয়ানডস্কির পাশাপাশি কাতালান ক্লাবের হয়ে বাকি ২টি গোল করেছেন ওসমানে দেম্বেলে এবং আনসু ফাতি। সোসিদাদের হয়ে একমাত্র গোল আলেকজান্ডার ইসাকের। (ছবি-বার্সেলোনা টুইটার)
ম্যাচের বয়স যখন মাত্র ৬০ সেকেন্ড, তখন মার্টিনেজের পাস থেকে প্রথম গোল করেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। (ছবি-বার্সেলোনা টুইটার)
এরপর ৬ মিনিটের মাথায় রিয়াল সোসিদাদকে সমতায় ফেরান আলেকজান্ডার ইসাক (Alexander Isak)। (ছবি-টুইটার)
দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় আনসু ফাতির পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন ওসমানে দেম্বেলে (Ousmane Dembele)। (ছবি-বার্সেলোনা টুইটার)
এর ঠিক ২ মিনিটের মধ্যে (৬৮ মিনিটে) ফের কাতালান ক্লাবকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। এ বার পোলিশ তারকাকে অ্যাসিস্ট করেন ফাতি। (ছবি-বার্সেলোনা টুইটার)
ম্যাচের ৭৯ মিনিটের মাথায় এ বার আনসু ফাতি (Ansu Fati) নিজেই বল জালে জড়ান। এবং শেষ অবধি ৪-১ ব্যবধানে জেতে জাভির ছেলেরা। লা লিগায় এই মুহূর্তে ২টি ম্যাচের ১টি ড্র ও ১টি জয়ের পর লিগ টেবলের ৫ নম্বরে রয়েছেন লেওয়ানডস্কিরা। (ছবি-বার্সেলোনা টুইটার)