Bangla News Photo gallery Robert Lewandowski scored two goals for Barcelona on his 34th birthday and Barca beat Real Sociedad by 4 1 in La Liga
La Liga: জন্মদিনে জোড়া গোল করে বার্সেলোনাকে জেতালেন রবার্ট লেওয়ানডস্কি
রিয়েল এরিনায় লা লিগায় বার্সেলোনা তাদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল রিয়াল সোসিদাদের বিরুদ্ধে। ৪-১ ব্যবধানে জিতেছে কাতালান ক্লাবটি। পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি ৩৪তম জন্মদিনে জোড়া গোল করে দলকে জেতালেন। লেওয়ানডস্কির পাশাপাশি কাতালান ক্লাবের হয়ে বাকি ২টি গোল করেছেন ওসমানে দেম্বেলে এবং আনসু ফাতি। সোসিদাদের হয়ে একমাত্র গোল আলেকজান্ডার ইসাকের।