সালজবুর্গদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র দ্বিতীয় লেগের ম্যাচে ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)
ম্যাচ শুরুর ১২ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লেওয়ানডস্কি। তাঁর বাকি দুটি গোল এসেছে ২১ মিনিটে পেনাল্টি থেকে এবং ২৩ মিনিটে। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)
৩১ মিনিটের মাথায় স্কোরলাইন ৪-০ করেন সের্গে জিনাব্রি (Serge Gnabry)। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৪ মিনিটে লেরয় সানের পাস থেকে গোল করে ব্যবধান আরও বাড়ান থমাস মুলার (Thomas Muller)। ৮৩ মিনিটের মাথায় ফের সানে-মুলার যুগলবন্দিতে গোল আসে। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)
৮৫ মিনিটের মাথায় বায়ার্নের হয়ে সপ্তম গোলটি করেন লেরয় সানে (Leroy Sane)। তাঁকে অ্যাসিস্ট করেন লেওয়ানডস্কি। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)