উইজডেনের বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় ভারতের দুই ক্রিকেটার, জানেন তাঁরা কারা?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 21, 2022 | 3:21 PM

Wisden's 'Cricketers of the Year': উইজডেন (Wisden) এর পক্ষ থেকে প্রকাশ করা হল বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকা। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতের দুই ক্রিকেটার। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং জশপ্রীত বুমরা (Jasprit Bumrah) রয়েছেন উইজডেনের বছরের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায়। এ ছাড়া নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে, ইংল্যান্ডের ফাস্ট বোলার ওলি রবিনসন (Ollie Robinson) এবং দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ডেন ভ্যান নিয়েকার্ক (Dane Van Niekark) ও রয়েছেন।

1 / 5
ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) উইজডেনের বছরের সেরা পাঁচ ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। ২০২১ সালে ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হিটম্যান। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৮ ইনিংস মিলিয়ে মোট ৩৬৮ রান আসে রোহিতের ব্যাটে। যার মধ্যে আসে বিদেশের মাটিতে রোহিতের প্রথম সেঞ্চুরিও। যা উইজডেনের চোখে রোহিতের সেরা পারফরম্যান্সের একটি। (ছবি-উইজডেন ক্রিকেট টুইটার)

ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) উইজডেনের বছরের সেরা পাঁচ ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন। ২০২১ সালে ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হিটম্যান। জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৮ ইনিংস মিলিয়ে মোট ৩৬৮ রান আসে রোহিতের ব্যাটে। যার মধ্যে আসে বিদেশের মাটিতে রোহিতের প্রথম সেঞ্চুরিও। যা উইজডেনের চোখে রোহিতের সেরা পারফরম্যান্সের একটি। (ছবি-উইজডেন ক্রিকেট টুইটার)

2 / 5
গত বছর রোহিত শর্মার মতো জশপ্রীত বুমরাও (Jasprit Bumrah) ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ওই সিরিজে মোট ১৮টি উইকেট নিয়েছিলেন বুমরা। ট্রেন ব্রিজে এবং ওভালে বুমরার পারফরম্যান্স ছিল দেখার মতো। ওই সিরিজে বুমরার পারফরম্যান্স উইজডেনের চোখে সেরা পারফরম্যান্সের একটি। (ছবি-উইজডেন ক্রিকেট টুইটার)

গত বছর রোহিত শর্মার মতো জশপ্রীত বুমরাও (Jasprit Bumrah) ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। ওই সিরিজে মোট ১৮টি উইকেট নিয়েছিলেন বুমরা। ট্রেন ব্রিজে এবং ওভালে বুমরার পারফরম্যান্স ছিল দেখার মতো। ওই সিরিজে বুমরার পারফরম্যান্স উইজডেনের চোখে সেরা পারফরম্যান্সের একটি। (ছবি-উইজডেন ক্রিকেট টুইটার)

3 / 5
 গত বছর জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় নিউজিল্যান্ডের ডেভন কনেওয়ের (Devon Conway)। আর টেস্টে অভিষেকেই ডাবল সেঞ্চুরি করে ক্রিকেটমহলের নজর কেড়ে কেন কনওয়ে। তিনি অষ্টম ক্রিকেটার যিনি টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।  (ছবি-উইজডেন ক্রিকেট টুইটার)

গত বছর জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় নিউজিল্যান্ডের ডেভন কনেওয়ের (Devon Conway)। আর টেস্টে অভিষেকেই ডাবল সেঞ্চুরি করে ক্রিকেটমহলের নজর কেড়ে কেন কনওয়ে। তিনি অষ্টম ক্রিকেটার যিনি টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। (ছবি-উইজডেন ক্রিকেট টুইটার)

4 / 5
২০২১ সালের জুন মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে স্মরণীয় করে রাখেন ওলি রবিনসন (Ollie Robinson)। সেই ম্যাচ ড্র হলেও দুই ইনিংস মিলিয়ে মোট ৭ উইকেট তুলে নিয়েছিলেন রবিনসন। (ছবি-উইজডেন ক্রিকেট টুইটার)

২০২১ সালের জুন মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেকে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে স্মরণীয় করে রাখেন ওলি রবিনসন (Ollie Robinson)। সেই ম্যাচ ড্র হলেও দুই ইনিংস মিলিয়ে মোট ৭ উইকেট তুলে নিয়েছিলেন রবিনসন। (ছবি-উইজডেন ক্রিকেট টুইটার)

5 / 5
উইজডেনের সেরা ৫ ক্রিকেটারের তালিকায় একমাত্র মহিলা হিসেবে রয়েছেন  দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ডেন ভ্যান নিয়েকার্ক (Dane van Niekerk)। নিয়েকার্কের নেতৃত্বেই দ্য হান্ড্রেডের প্রথম মরসুমে ওভাল ইনভিন্সিবল জিতেছিল।  (ছবি-উইজডেন ক্রিকেট টুইটার)

উইজডেনের সেরা ৫ ক্রিকেটারের তালিকায় একমাত্র মহিলা হিসেবে রয়েছেন দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের অধিনায়ক ডেন ভ্যান নিয়েকার্ক (Dane van Niekerk)। নিয়েকার্কের নেতৃত্বেই দ্য হান্ড্রেডের প্রথম মরসুমে ওভাল ইনভিন্সিবল জিতেছিল। (ছবি-উইজডেন ক্রিকেট টুইটার)

Next Photo Gallery