Bangla NewsPhoto gallery Rohit Sharma to Virat Kohli here see Indian players who have scored centuries across all 3 formats
Indian Cricket: তিন ফর্ম্যাটে সেঞ্চুরি এসেছে কোন কোন ভারতীয় ক্রিকেটারদের ব্যাটে?
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। সেই সেঞ্চুরিটা বিরাটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ১০২০ দিন পর শতরানের মুখ দেখেছেন ভিকে। আফগানদের বিরুদ্ধে ওই সেঞ্চুরির ফলে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান হয়ে গেল কোহলির। চতুর্থ ভারতীয় ব্যাটার হিসেবে এই তালিকায় যোগ দিলেন তিনি।