Indian Cricket Team: শ্রীলঙ্কা সিরিজে টি২০ থেকে ছুটি, কোথায় ঘুরতে গেলেন রোহিত-বিরাটরা?
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 28, 2022 | 2:38 PM
ওয়ার্ক মোড গন... ভ্যাকেশন মোড অন... ডিসেম্বর মানেই সকলের মনটা কেমন বেড়াতে যাওয়ার জন্য আনচান করে ওঠে। সেই তালিকা থেকে বাদ নেই ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, এই সময়টা যেন দেশে মন টেকে না সেলিব্রেটিদের। ভারতীয় ক্রিকেটাররাও এই সময়টা পরিবারের সঙ্গেই কাটানোর চেষ্টা করেন। রোহিত শর্মা-বিরাট কোহলিরাও এখন ভ্যাকেশন মুডে। কেউ যাচ্ছেন মলদ্বীপে তো, কেউ আবার সুইৎজারল্যান্ড।
1 / 7
নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও ওয়ান ডে স্কোয়াডে রয়েছেন কোহলি। (ছবি-Viral Bhayani ইন্সটাগ্রাম)
2 / 7
বাংলাদেশ সফর থেকে দেশে ফেরার পর, এ বার পরিবারের সঙ্গে কিছুটা নিজের মতো করে সময় কাটাচ্ছেন ভিকে। এরই মাঝে তাঁদের মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। বিরাট-অনুষ্কার সামনে ছিল লাগেজ। হাসিমুখে পাপারাজ্জিদের সামনে পোজও দেন দু'জনে। তাঁদের লাগেজসহ বিমানবন্দরে দেখা যেতেই নেটিজ়েনরা ধরে নিয়েছেন সপরিবারে ভ্রমণে বেরিয়ে পড়েছেন কোহলি। (ছবি-Viral Bhayani ইন্সটাগ্রাম)
3 / 7
ভারতের অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। যে কারণে, বাংলাদেশ সফরের মাঝপথে দেশে ফিরে আসতে হয় তাঁকে। দেশে ফিরে যদিও অনুশীলন করা শুরু করেছেন রোহিত। নতুন বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হতে চলা টি২০ সিরিজে নেই রোহিত। তিনি ফিরছেন লঙ্কানদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে। (ছবি-Viral Bhayani ইন্সটাগ্রাম)
4 / 7
এরই মাঝে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে রওনা দিলেন রোহিত শর্মা। মুম্বই বিমানবন্দরে স্ত্রী ঋতিকা সজদে এবং মেয়ে সামাইরার সঙ্গে দেখা গিয়েছে রোহিতকে। বিমানবন্দরে চেক ইনের সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন রোহিত-ঋতিকারা। খুদে সামাইরাকে ক্যামেরার সামনে হাসিমুখে হাত নাড়তেও দেখা গিয়েছে। (ছবি-Viral Bhayani ইন্সটাগ্রাম)
5 / 7
সদ্য, বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে সাকিব আল হাসানদের হোয়াইটওয়াশ করেছে ভারত। এই সিরিজের সেরা হয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারা। বাংলাদেশ সিরিজ শেষ করে দেশে ফিরেই ভ্যাকেশন মোডে চলে গিয়েছেন পূজারা। (ছবি- চেতেশ্বর পূজারা ইন্সটাগ্রাম)
6 / 7
স্ত্রী পূজা ও মেয়ে অদিতির সঙ্গে বেড়াতে গিয়েছেন পূজারা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ভারতের এই সিনিয়র ক্রিকেটার। (ছবি- চেতেশ্বর পূজারা ইন্সটাগ্রাম)
7 / 7
চেতেশ্বর পূজারা কোথায় ছুটি কাটাতে গিয়েছেন, তা অবশ্য জানা যায়নি। স্ত্রী পূজা ও মেয়ে অদিতির সঙ্গে যে সুন্দর সুন্দর ছবি শেয়ার করেছেন পূজারা, তার ক্যাপশনে তিনি লেখেন, "বছরের সেরা সময়টা কাটাচ্ছি বিশ্বের সেরা মানুষগুলোর সঙ্গে।" (ছবি- চেতেশ্বর পূজারা ইন্সটাগ্রাম)