Hair Care: পুজোর আগে ভুলগুলি এড়িয়ে চলুন, এই ভেষজ জলেই পাবেন ঘন ও বাউন্সি চুল

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 20, 2022 | 10:46 PM

Immediate Hair Gowth: দেখতে দেখতে পুজো একদম কাছেই চলে এসেছে। তাই এখন থেকে চুলের পরিচর্চা করার জন্য সময় বের করে নিন। প্রাচীনকাল থেকেই বিভিন্ন অসুখ নিরাময়ের জন্য ঘরোয়া প্রতিকার হিসেবে রোজমেরি ব্যবহার হয়ে আসছে।

1 / 8
রোজমেরি হল একটি ভেষজ ওষধি, যা শুধু রোগ নিরাময়ের জন্য নয়, ত্বক ও চুলের পরিচর্চাতেও দারুণ কার্যকরী।

রোজমেরি হল একটি ভেষজ ওষধি, যা শুধু রোগ নিরাময়ের জন্য নয়, ত্বক ও চুলের পরিচর্চাতেও দারুণ কার্যকরী।

2 / 8
পাতলা চুল থেকে দ্রুত ঘন করার সহজ উপায় রয়েছে। চুলের দ্রুত বৃদ্ধির পাশাপাশি এই ভেষজটি চুলের সব সমস্যার সমাধানে ব্যবহার করা হয়। বেশ কয়েক বছর ধরে ইন্টারনেটে রোজমেরি কীভাবে চুলের যত্নে ও চুল বৃদ্ধি করতে সাহায্য করে, সে সম্বন্ধে অনেক তথ্য প্রকাশিত হয়েছে।

পাতলা চুল থেকে দ্রুত ঘন করার সহজ উপায় রয়েছে। চুলের দ্রুত বৃদ্ধির পাশাপাশি এই ভেষজটি চুলের সব সমস্যার সমাধানে ব্যবহার করা হয়। বেশ কয়েক বছর ধরে ইন্টারনেটে রোজমেরি কীভাবে চুলের যত্নে ও চুল বৃদ্ধি করতে সাহায্য করে, সে সম্বন্ধে অনেক তথ্য প্রকাশিত হয়েছে।

3 / 8
এই ভেষজ ঔষধি গুণের কারণে রোজমেরির জল মাথার ত্বকে প্রয়োগ করলে চুলের ফলিকল রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি করে, মাথার ত্বকে প্রদাহ কমায়। এটি মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ও চুলের গোড়া মজবুত করে।

এই ভেষজ ঔষধি গুণের কারণে রোজমেরির জল মাথার ত্বকে প্রয়োগ করলে চুলের ফলিকল রক্ত সঞ্চালন প্রক্রিয়া বৃদ্ধি করে, মাথার ত্বকে প্রদাহ কমায়। এটি মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় ও চুলের গোড়া মজবুত করে।

4 / 8
বিশেষজ্ঞরা জানিয়েছে, চুল পাতলা হওয়ার পিছনে রয়েছে হরমোনের বদল বা বয়সজনিত সমস্যা। হরমোনের হেরফেরের জেরে চুলও ঝরে বেশি।

বিশেষজ্ঞরা জানিয়েছে, চুল পাতলা হওয়ার পিছনে রয়েছে হরমোনের বদল বা বয়সজনিত সমস্যা। হরমোনের হেরফেরের জেরে চুলও ঝরে বেশি।

5 / 8
এমন সমস্যার সম্মুখীন হলে এই ঔষধি মিশ্রণটি ব্যবহার করতে পারেন। খুশকি, চুলকানি, মাথার ত্বকের জ্বালাভাব দূর করতে সাহায্য করে রোজমেরির জল।

এমন সমস্যার সম্মুখীন হলে এই ঔষধি মিশ্রণটি ব্যবহার করতে পারেন। খুশকি, চুলকানি, মাথার ত্বকের জ্বালাভাব দূর করতে সাহায্য করে রোজমেরির জল।

6 / 8
এতে রয়েছে ইমোনিয়েন্ট বৈশিষ্ট্যের কারণে ভেষজটিকে চুলের যত্নের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিতি লাভ করেছে।

এতে রয়েছে ইমোনিয়েন্ট বৈশিষ্ট্যের কারণে ভেষজটিকে চুলের যত্নের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিতি লাভ করেছে।

7 / 8
রোজমেরি কোনওভাবেই ক্ষতিকারক নয়। মাথার ত্বকে ভেষজ জল প্রয়োগ করার আগে ত্বকের অবস্থা সম্পর্কে অবহিত থাকুন। সংবেদনশীল ত্বকের জন্য এটি আগে ব্যবহার করে দেখে নেওয়া উচিত।

রোজমেরি কোনওভাবেই ক্ষতিকারক নয়। মাথার ত্বকে ভেষজ জল প্রয়োগ করার আগে ত্বকের অবস্থা সম্পর্কে অবহিত থাকুন। সংবেদনশীল ত্বকের জন্য এটি আগে ব্যবহার করে দেখে নেওয়া উচিত।

8 / 8
যে কোনও প্রাকৃতিক প্রতিকার চেষ্টা করার আগে ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

যে কোনও প্রাকৃতিক প্রতিকার চেষ্টা করার আগে ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

Next Photo Gallery