Super Meteor 650: আর মাত্র 2 দিন, তারপরেই ভারতের বাজারে Super Meteor 650 ক্রুজার বাইক আনছে Royal Enfield
Royal Enfield Latest Bike: 2022-এর ইতালির মিলানে বাইক শো-তে লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর ফ্ল্যাগশিপ ক্রুজার বাইক Super Meteor 650। এবার বাইকটি লঞ্চের দিন ঘোষণা করল সংস্থা। চলতি বছরের 16 জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ করবে বাইকটি।