RSWS 2022: রস টেলরদের বড় ব্যবধানে হারাল জন্টি রোডসের দল

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 13, 2022 | 9:30 AM

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অভিষেক হল নিউজিল্যান্ডের। প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হার রস টেলরের নেতৃত্বাধীন নিউজিল্য়ান্ড লেজেন্ডের। জন্টি রোডসের (Jonty Rhodes) দক্ষিণ আফ্রিকা লেজেন্ড তাদের হারাল ৯ উইকেটে।

1 / 5
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে দ্বিতীয় সংস্করণ চলছে। প্রতিযোগিতায় অভিষেক হল নিউজিল্য়ান্ডের। নেতৃত্ব দিলেন রস টেলর (Ross Taylor)। খেললেন জনপ্রিয় পেসার শেন বন্ড। (ছবি : টুইটার)

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে দ্বিতীয় সংস্করণ চলছে। প্রতিযোগিতায় অভিষেক হল নিউজিল্য়ান্ডের। নেতৃত্ব দিলেন রস টেলর (Ross Taylor)। খেললেন জনপ্রিয় পেসার শেন বন্ড। (ছবি : টুইটার)

2 / 5
দক্ষিণ আফ্রিকা লেজেন্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কিউয়ি অধিনায়ক রস টেলরের। ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৯৯ রান করে নিউজিল্যান্ড। সর্বাধিক রান ডিন ব্রাউনলির (৪৮)। (ছবি : টুইটার)

দক্ষিণ আফ্রিকা লেজেন্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কিউয়ি অধিনায়ক রস টেলরের। ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৯৯ রান করে নিউজিল্যান্ড। সর্বাধিক রান ডিন ব্রাউনলির (৪৮)। (ছবি : টুইটার)

3 / 5
কিউয়ি ইনিংসের ৭ উইকেট নিল দক্ষিণ আফ্রিকার স্পিন জুটি। যোহান বোথা (Johan Botha) ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। অফস্পিনার থান্ডি শাবালালা ৪ ওভারে ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। (ছবি : টুইটার)

কিউয়ি ইনিংসের ৭ উইকেট নিল দক্ষিণ আফ্রিকার স্পিন জুটি। যোহান বোথা (Johan Botha) ৪ ওভারে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। অফস্পিনার থান্ডি শাবালালা ৪ ওভারে ৯ রান দিয়ে নেন ৩ উইকেট। (ছবি : টুইটার)

4 / 5
অল্প রানের লক্ষ্য নিয়ে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অ্যান্ড্রু পুটিক ৩৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন। অ্যালভিরো পিটারসন করে ২৩ বলে ২৯। (ছবি : টুইটার)

অল্প রানের লক্ষ্য নিয়ে শুরুতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অ্যান্ড্রু পুটিক ৩৬ বলে ৫১ রানের ইনিংস খেলেন। অ্যালভিরো পিটারসন করে ২৩ বলে ২৯। (ছবি : টুইটার)

5 / 5
দক্ষিণ আফ্রিকা লেজেন্ড ১৩.৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছায়। পেসার শেন বন্ড (Shane Bond) উইকেট না পেলেও ২ ওভারে মাত্র ৯ রান দেন। (ছবি : টুইটার)

দক্ষিণ আফ্রিকা লেজেন্ড ১৩.৩ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছায়। পেসার শেন বন্ড (Shane Bond) উইকেট না পেলেও ২ ওভারে মাত্র ৯ রান দেন। (ছবি : টুইটার)

Next Photo Gallery