TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Aug 12, 2021 | 7:52 AM
পারিবারিক ঐতিহ্যকে সঙ্গী করে স্টার কিড হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা আলি খান। স্বল্প কেরিয়ারেই তিনি উল্লেখযোগ্য নাম হয়ে উঠেছেন। শুধু তাই নয়, তাঁর ব্যক্তি জীবনও চর্চায় উঠে এসেছে। আজ সারার জন্মদিন। ফিরে দেখা যাক কাদের সঙ্গে সারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।
কেন্দ্রীয় মন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে সারা নাকি এক সময় প্রেম করতেন। তবে তাঁদের সম্পর্ক নাকি দীর্ঘস্থায়ী হয়নি।
নিউ ইয়র্কে পড়াশোনা শেষ করে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর পরই শাহিদ কাপুরের ভাই ঈশান খাট্টারের সঙ্গে সারার প্রেম নিয়ে জল্পনা তৈরি হয়। তবে এ সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেননি।
এক সময় সারার ঘনিষ্ঠ বন্ধু ছিল ওরহান আতরামানি। তাঁদের একসঙ্গে ছবিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শোনা গিয়েছিল, ডেট করছেন দুই বন্ধু। যদিও ওরহানের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেননি নায়িকা।
কয়েক মাস আগে অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন তৈরি হয়। হর্ষবর্ধনের তুলনায় সারার ফিল্মি কেরিয়ার এখনও পর্যন্ত অনেক বেশি সফল। এই জল্পনাকে যদিও কোনও পক্ষই পাত্তা দেয়নি।
ডেবিউ ছবি ‘কেদারনাথ’-এ অভিনয় করার পর সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয় ইন্ডাস্ট্রিতে। তবে সুশান্তকে ভাল বন্ধু হিসেবে ব্যখ্যা দিতেন সারা।
কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্ক ছিল সারার? ‘কফি উইথ করণ’-এর মতো মঞ্চেও তাঁকে এ প্রশ্ন সামলাতে হয়। যদিও সেই গসিপ প্রকাশ্যেই অস্বীকার করেন তিনি।