রশ্মিকা মনদানা, বিজয় দেবেরাকোন্ডা সম্পর্কে রয়েছেন এই খবর বহুদিনের। সদ্য তাঁরা ছুটি কাটাতে গিয়েছেন মলদ্বীপে। বিমানবন্দরে তাঁদের কয়েক মিনিটের ব্যবধানে লেন্সবন্দি করেন পাপারাৎজ়ির দল। কিন্তু তাঁরা নিজেদের সম্পর্ক স্বীকার করেন না। বারবার প্রশ্ন করা হলে ভাল বন্ধু বলে এড়িয়ে যান।
দক্ষিণের আর এক তারকা প্রভাস। তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে বরাবরের জল্পনা।কিন্তু তিনি এই বিষয়ে চুপ। শোনা গিয়েছিল অনুষ্কা শেট্টির সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে সদ্য জানা গিয়েছে তিনি তাঁর পর্দা সীতা অর্থাৎ কৃতি শ্যানেন সঙ্গে বিশেষ বন্ধুপূর্ণ সম্পর্কে জড়িয়েছেন। যদিও এবারও দুইজেনই চুপ। তবে আদিপুরুষ ছবির টিজার লঞ্চে হাতে হাত রেখে পাওয়া গেল দুইজনকে।
শেরশাহ ছবির সেট থেকে শুরু বন্ধুত্বের। কিন্তু তা নিয়ে কখনও মুখ খোলেননি কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। মাঝে তাঁদের বিচ্ছেদের খবরও রটে। তবে আবার এখন দুইজনকে একসঙ্গে দেখা যায়। তবে নিজেদের ভাল বন্ধুর বেশি বলতে এখনও নারাজ সিদ্ধ-কিয়ারা।
টাইগার শ্রফ এবং দিশা পাটানি গত ৬ বছর ধরে রয়েছেন সম্পর্কে। কিন্তু তা কেউ-ই স্বীকার করেন না। শোনা যাচ্ছে এখন দুইজনের মধ্যে দুরত্ব বেড়েছে। কারণ দিশা বিয়ে করতে চান, কিন্তু এখনই বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছে নেই জ্যাকি শ্রফের পুত্রের। আর এই কারণেই এই বিচ্ছেদ।
অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা সম্পর্কে জড়িয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে। এই খবর বি-টাউনে কান পাতলেই শোনা যায়। এর আগে শাহরুখ খানের পুত্র আরিয়ানের সঙ্গেও নব্যা সম্পর্কে রয়েছেন বলে খবর রটেছিল, যখন তাঁরা একসঙ্গে পড়াশোনা করতেন। না সেই সময়, না এখন নিজের সম্পর্কের বিষয়ে মুখ খুলেছেন নব্যা। তবে কফি উইথ করণ শোতে এসে সিদ্ধান্ত অবশ্যে জানিয়েছেন তিনি সিঙ্গল।