শনিবার সকাল থেকেই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর ব্রেকআপের খবর নিয়ে উত্তাল নেটপাড়া। শোনা যাচ্ছে আর একসঙ্গে নেই তাঁরা। ভক্তদের মন খারাপ। শোনা যাচ্ছে আর নাকি দেখাও করছেন না দুজনে। রণবীর-আলিয়ার পর সকলেই ভেবেছিলেন এবার বোধহয় বিয়েটা সেরে ফেলবেন তাঁরা, কিন্তু তাঁর বদলে বিচ্ছেদ, হিসেবে কিছুতেই মিলছে না তাঁদের ভক্তদের। তবে জানেন কি কিয়ারার আগেও ৩ জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল সিদ্ধার্থের। কারা তাঁরা? দেখে নেওয়া যাক...
সিদ্ধার্থ বলিউডে আউটসাইডার, অর্থাৎ খান-ভাট-কাপুর পদবী নিয়ে জন্ম হয়নি তাঁর, তাঁকে প্রথম বলিউডে নিয়ে আসেন করণ জোহর। ডেবিউ হয় 'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবির মধ্যে দিয়ে।
প্রথম ছবিতে তাঁর সহঅভিনেত্রী ছিলেন আলিয়া ভাট। ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেমের কথা জানেন না এমন মানুষ বোধহয় খুব একটা নেই। তাঁরা যদিও কোনওদিন সম্পর্কে শিলমোহর দেননি। তাঁদের ব্রেক আপের কথাও নিজ মুখে স্বীকার করেননি কোনওদিনই। এই মুহূর্তে আলিয়া যদিও সুখী গৃহকোণে ব্যস্ত স্বামী রণবীর কাপুরের সঙ্গে।
সিদ্ধার্থের নাম জড়ায় জ্যাকলিনের সঙ্গেও। 'অ্যা জেন্টলম্যান' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও তাঁদের সম্পর্কে নিয়ে জোর চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শোনা যায় তাঁরা নাকি বেশ কিছুদিন একসঙ্গে ছিলেনও। যদিও তাঁরা মুখে কোনওদিন কিছু স্বীকার করেননি।
আদর জৈনের সঙ্গে বর্তমানে সম্পর্কে রয়েছেন তারা সুতারিয়া। শোনা যায় 'মরজাওয়া'র শুটিংয়ের সময়েই নাকি দুজনে কাছাকাছি আসেন। পড়েন প্রেমেও। তবে সম্পর্ককে নাকি কোনওদিনই মান্যতা দেননি সিদ্ধার্থ।
সিদ্ধার্থের বিচ্ছেদ নিয়ে তোলপাড় সিনেপাড়া। তাঁরা যদিও নীরব। গুঞ্জন নাকি সত্যি তা যদিও উত্তর দেবে সময়।