
ইউক্রেনজুড়ে ধ্বংসলীলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। যুদ্ধের আগে ও পরের চিত্রের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ফারাক। খারকিভের ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের বিল্ডিংয়ের অবস্থা। ছবি সৌজন্য: গুগল ম্যাপ।

খারকিভের সিটি হলের দশাও একই। রাতারাতি জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে গোটা বিল্ডিংটাই। ছবি সৌজন্যে: গুগল ম্যাপ।

ইরপিনের এই আবাসনে বাস ছিল একাধিক পরিবারের। রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে তা ছারখার হয়ে গিয়েছে। ঘরছাড়া হয়েছেন সমস্ত বাসিন্দা। ছবি সৌজন্যে: গুগল ম্যাপ।

ইরপিনে রাস্তার ধারের এই আবাসনে বসবাস ছিল একাধিক অভিজাত পরিবারের। যুদ্ধের আঘাতে সেই চিত্রটা বদলে গিয়েছে এক নিমেষেই।

খারকিভের সিটি কাউন্সিলের দশাও এক। সবুজ গাছে ঘেরা এই প্রশাসনিক বিল্ডিং আপাতত লোহা-ইট পাথরের স্তূপে পরিণত হয়েছে। ছবি সৌজন্যে: গুগল ম্যাপ।

ইরপিনের এই ব্রিজে দুদিন আগেও যাতায়াত করেছে বড় বড় গাড়ি। কিন্তু রুশ সেনার হামলায় রাতারাতি গুড়িয়ে গিয়েছে গোটা ব্রিজটিই। ছবি সৌজন্যে: গুগল ম্যাপ।

খারকিভের প্রশাসনিক দফতরের সামনেও বিস্ফোরণ হওয়ায় ভেঙে গিয়েছে দরজা-জানলা। ছবি: গুগল ম্যাপ।