
সাবা আজাদ, এই সেলেব স্টার বর্তমানে নেটপাড়ায় ভাইরাল, সৌজন্যে হৃত্বিক রোশন।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় সাবা। তবে বর্তমানে ঝড়ের গতীতে বাড়ছে ফলোয়ারের সংখ্যা।

ভক্তদের মনের রাজকুমার হৃত্বিকের জীবনে এখন সাবার নিত্য আনাগোনা।

কোন মন্ত্রে হৃত্বিককে বশ করলেন সাবা! বর্তমানে তাঁর সোশ্যাল পেজ জুড়ে কেবলই রেট্রো লুকের ছড়াছড়ি।

সাবার হটনেসের দাপটেই কি হৃত্বিক কুপোকাত। বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন সাবা আজাদ।

সেই ফ্রেমে নিজেকে অন্য লুকে তুলে ধরলেন, তবে সাবার স্টাইল সর্বদাই ছকভাঙার কথা বলে।

যদিও এখন সাবার ব্যক্তিগত জীবন লাইমলাইটে, এখন দেখার হৃত্বিকের সঙ্গে সম্পর্কে বিয়ের প্রসঙ্গ কেবলই গুজব, না কি ভবিষ্যতে সামনে আসবে অন্যছবি।