
মাস্টার ব্লাস্টারের কিংবদন্তি হয়ে ওঠার বিভিন্ন গল্প অনেকেই জানেন। তবে তাঁর ক্রিকেট কেরিয়ারের এক অস্বস্তিকর মুহূর্তের কথা অনেকেরই অজানা। এক ম্যাচে অন্তর্বাসে টিস্যু গুঁজে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। (Pic Courtesy - ESPNcricinfo)

যে গল্প জানতে হলে ফিরে যেতে হবে ২০ বছর আগে। ২০০৩ সালের ১০ মার্চ আইসিসি বিশ্বকাপের সময় শক্তিশালী শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের এক ম্যাচে ঘটেছিল এই ঘটনা। সেই ম্যাচে সকলের নজর ছিল সচিনের দিকে। কারণ, সেই ম্যাচের ৯ দিন আগে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৯৮ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন সচিন। (Pic Courtesy - ESPNcricinfo)

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যথার সঙ্গে লড়তে লড়তে প্রায় ১৬০ মিনিট ক্রিজে কাটিয়েছিলেন সচিন। শেষ অবধি ১২০ বলে ৯৭ রান করে গিয়েছিলেন সচিন। (Pic Courtesy - ESPNcricinfo)

সচিন তাঁর আত্মজীবনী 'প্লেইং ইট মাই ওয়ে'-তে নিজের ক্রিকেট কেরিয়ারের এক অস্বস্তিকর মুহূর্তের কথা জানিয়েছেন। সচিন লিখেছিলেন, ''সময়টা ২০০৩ সাল। বিশ্বকাপ চলছিল। সুপার সিক্স রাউন্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ছিল। ওই সময় আমার এতটাই পেট খারাপ ছিল, আন্ডারওয়্যারের মধ্যে টিস্যু নিয়ে আমায় ব্যাট করতে নামতে হয়েছিল।" (Pic Courtesy - ESPNcricinfo)

সচিন তেন্ডুলকর ওই আত্মজীবনীতে আরও লেখেন, "আসলে পাকিস্তানের বিরুদ্ধে যে ক্র্যাম্প হয়েছিল আমার, সেটা পুরোটা ঠিক হয়নি। যে কারণে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগের দিন পেট খারাপ হয়েছিল। আলাদা করে জলে লবন মিশিয়ে খাওয়ার ফলে অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। যে কারণে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সময় অন্তর্বাসের মধ্যে টিস্যু দিয়ে খেলতে হয়েছিল।" যদিও তার ফলে সচিনের ব্যাট থেমে থাকেনি। (Pic Courtesy - ESPNcricinfo)

লঙ্কানদের বিরুদ্ধে বছর কুড়ি আগে বিশ্বকাপের সেই ম্যাচে শতরানের দোরগোড়ায় সচিন পৌঁছেছিলেন ঠিকই, কিন্তু এত যন্ত্রণা নিয়ে তিনি যে খেলেছিলেন, তা নিজের আত্মজীবনীতে না জানালে হয়তো কারও এই তথ্য জানা হত না। (Pic Courtesy - ESPNcricinfo)

সচিন আরও জানান, ব্যথার চোটে যেখানে এক পা এগোনোর কথা ছিল না, সেখানে তিনি অদম্য জেদ ও ইচ্ছেশক্তির জোরেই ৯৭ রানের ইনিংস খেলেছিলেন। (Pic Courtesy - ESPNcricinfo)

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে আইসিসি ওডিআই বিশ্বকাপের সুপার সিক্সের সেই ম্যাচে ১৮৩ রানে জিতেছিল ভারত। (Pic Courtesy - ESPNcricinfo)