ভারতের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) তাঁর স্ত্রী অঞ্জলির (Anjali Tendulkar) ৫৪তম জন্মদিনে বিশেষ পরিকল্পনা করেছিলেন। গুজরাটি পরিবারে জন্ম নেওয়া অঞ্জলিকে তিনি মুম্বইয়ে গুজরাটি থালির জন্য সব চেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট শ্রী ঠাকের ভোজনালয়ে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। তবে শুধু সচিন-অঞ্জলিই এই সুস্বাদু গুজরাটি থালির আনন্দ নেননি। সচিন কন্যা সারা (Sara Tendulkar) এবং পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। তবে ছিলেন না শুধু অর্জুন।