
১৬ বছর আট মাস বয়সে জাতীয় দলে অভিষেক। ২৪ বছরের লম্বা কেরিয়ারে বিশ্ব ক্রিকেটের অধিকাংশ রেকর্ড নিজের ঝুলিতে পুরেছেন। অবসর নিয়ে অনেক কাল আগে। এখন পুরনো দিনের স্মৃতিগুলো ঘেঁটে অনুরাগীদের সামনে আনছেন মাস্টার ব্লাস্টার।(ছবি:টুইটার)

৩৫ বছর আগের একটি ম্যাচে কী কাণ্ড করেছিলেন তা জানালেন সচিন। পুনের জনপ্রিয় পিওয়াইসি জিমখানার ক্লাবের মাঠে দাঁড়িয়ে ১৯৮৬ সালের একটি ম্যাচের স্মৃতি ভাগ করে নিলেন।(ছবি:টুইটার)

অনূর্ধ্ব ১৫ দলে মুম্বইয়ের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন সচিন। লক্ষ্য ছিল বড় ইনিংস খেলা। কিন্তু দৌড়ঝাঁপে তখন অতটাও সড়গড় না হওয়ায় রান আউটের শিকার হন মাত্র ৪ রানে। (ছবি:টুইটার)

ব্যর্থতা সামলাতে পারেননি কিশোর সচিন। কাঁদতে কাঁদতে সাজঘরের দিকে পা বাড়িয়েছিলেন। ৩৫ বছর পর পুনের ওই মাঠে দাঁড়িয়ে সেদিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি।(ছবি:টুইটার)

টিম ম্যানেজার আবদুল ইসমাইলের সান্ত্বনা পেয়েছিলেন সচিন। সিনিয়র ক্রিকেটাররাও বোঝান। ৩৫ বছর পর পুনের পিওয়াইএমসি গ্রাউন্ডে গিয়ে স্মৃতিমেদুর হলেন।(ছবি:টুইটার)