
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি মরসুমে সকল ক্রিকেট প্রেমীদের বিশেষ নজর থাকে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দিকে। টুর্নামেন্ট যত এগিয়ে যায়, একাধিক ক্রিকেটার তত ঢুকে পড়েন দুই ক্যাপের দৌড়ে।

আইপিএল চলাকালীন সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ। আর পুরো মরসুম জুড়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ।

১৮তম আইপিএলে অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার ছিলেন সূর্যকুমার যাদব থেকে শুরু করে বিরাট কোহলিও। সকলকে টেক্কা দিয়ে এই টুপির নতুন মালিক হয়েছেন গুজরাট টাইটান্সের তরুণ ক্রিকেটার সাই সুদর্শন।

এ বারের আইপিএলে গুজরাট টাইটান্সের তরুণ তুর্কি সাই সুদর্শন খেলেছেন ১৫টি ম্যাচ। তাতে করেছেন মোট ৭৫৯ রান। সর্বাধিক রান ১০৮ নট আউট।

১৫৬.১৭ স্ট্রাইকরেটে ১৫ ম্যাচে সাই সুদর্শন ১৮তম আইপিএলে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি করেছেন। পুরো মরসুমে তিনি মেরেছেন ৮৮টি চার ও ২১টি ছয়।

এ বারের আইপিএলের অরেঞ্জ ক্যাপের দ্বিতীয় দাবিদার ছিলেন সূর্যকুমার যাদব। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৬টি ম্যাচে ৭১৭ রান করেছিলেন। সর্বাধিক ৭৩*। তিনি করেছেন ৫টি হাফসেঞ্চুরি।

আরসিবির জার্সিতে ১৮টা মরসুম কাটানো বিরাট কোহলিও ছিলেন এই তালিকায়। ১৫টি ম্যাচে তিনি করেছেন ৬৫৭ রান। এ মরসুমে ৮টি হাফসেঞ্চুরি করেছেন বিরাট।

আইপিএলের ১৮তম সংস্করণের অরেঞ্জ ক্যাপের চতুর্থ ও পঞ্চম দাবিদার ছিলেন যথাক্রমে শুভমন গিল ও মিচেল মার্শ। গুজরাটের অধিনায়ক ১৫ ইনিংসে করেছেন ৬৫০ রান। আর লখনউয়ের ক্রিকেটার মার্শ করেন ১৩ ইনিংসে ৬২৭ রান।