
বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম দশেই থাকে মুকেশ অম্বানীর নাম। দেশের সবথেকে ধনী ব্যক্তি তিনি। পরিবার নিয়ে থাকেন মুম্বইয়ের অ্যান্টিলিয়ায়।

মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্স। এর অধীনে একাধিক সংস্থা রয়েছে, যেমন জিয়ো, ট্রেন্ডস, আজিয়ো, স্মার্ট বাজার ইত্যাদি।

তবে শুধু অফিসেই নয়, মুকেশ অম্বানীর বাড়িতেও হাজার হাজার লোক চাকরি করেন। রাঁধুনি থেকে গাড়ির চালক, পার্সোনাল স্টাইলিস্ট থেকে ডায়েটিশিয়ান- সকলেই রয়েছেন।

অম্বানীর বাড়িতে যারা কাজ করেন, তারা কর্পোরেট কর্মীদের মতোই বেতন এবং সুযোগ-সুবিধা পান।

অম্বানীর বাড়িতে যারা চাকরি করেন, তাদের বেতন লক্ষ লক্ষ টাকা হয়। তবে অম্বানীর বাড়িতে চাকরি পাওয়া যায় কী করে?

একেকজনের বেতন ২ লক্ষ টাকা বা তার বেশিও। পাশাপাশি স্বাস্থ্যবিমার সুবিধাও পান।

তবে অম্বানীর বাড়িতে চাকরি পাওয়া এত সহজ নয়। চাকরি পাওয়ার জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিতে হয়।

এছাড়া যে পদের জন্য আবেদন করছেন, তার সার্টিফিকেট বা ডিগ্রি থাকা বাধ্যতামূলক।