
চির তরুণ সলমন খান। তাঁকে ঘিরে আলোচনা সর্বত্র। ৫৭ বছর বয়সি ভাইজানের ফিটনেস নিয়ে কৌতূহল সবসময়ই থাকে।

নিজেকে চির তরুণ করে রাখার জন্য দুটি পন্থা অবলম্বন করেন বলিউডের টাইগার।

সম্প্রতি সেই রহস্যই ফাঁস করেছেন ভাইজান। জানিয়েছেন, তাঁর তরুণ থাকার রহস্য।

সলমন খান: সিনে দুনিয়ায় সলমন খানের বডিগার্ড ভীষণ জনপ্রিয়। বারবার খবরের শিরোনামে জায়গা করেছেন শেরা। বছরে তিনি নিয়ে থাকেন ২ কোটি টাকা।

কেবল তাই নয়। দুটি জিনিস ত্যাগ করার পাশাপাশি দুটি জিনিস গ্রহণও করেন ভাইজান।

এ কথাও বলেছেন, দুটি জিনিস ত্যাগ করা এবং দুটি জিনিস গ্রহণ করা সহজ বিষয় নয়।

১২ নভেম্বর, ২০২৩ সালে মুক্তি পায় সলমনের নতুন ছবি 'টাইগার থ্রি'। ছবিকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানেই এমন কথা বলেছেন সলমন।

শাহরুখ খান, যাঁর মুখের সংলাপ, যাঁর পর্দার চরিত্রের উপস্থাপনা বারবার দর্শককে কাঁদায়, সেই মানুষটাই নিজে কখন কান্নায় ভেঙে পড়েন জানেন? একাধিক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গিয়েছে তিনি বেশ ইমোশনাল, অর্থাৎ আবেগপ্রবণ।