TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 24, 2022 | 1:15 PM
কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কড়া নজরে তিনি পরিচালকের দিকে তাকিয়ে বাড়ি চলে যান। এরপর সেদিন রাতেই অনুরাগ কাশ্যপ একটি ফোন পান। তাঁকে জানান হয়, পরের দিনই দেখা করতে। অনুরাগ কাশ্যপ পৌঁছে যান সেখানে। এরপর তাঁকে জানানো হয় তিনি সেই ছবি থেকে বাদ।
কার্ড ছাপা হয়ে গিয়েছিল, সব কিছু ঠিকঠাক। পাত্রীর নাম সঙ্গীতা বিজলানি। তবে কেন সেই বিয়ে পাঁচ দিন আগে বাতিল হয়ে গেল! সলমনই কি কারণ। উত্তর অবশ্যই হ্যাঁ।
সলমন খান বিগ বসের সঞ্চালনা করেন। সেখানেই তিনি এপিসোড পিছু ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
সলমন খান।
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই কাহিনি। তারপর আর বিয়ের সিদ্ধান্ত নেননি তিনি। ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কে থাকলে ঠিক কী হত, তা নিশ্চিত নয়।
একটা বিষয় নেটিজ়েনদের কাছে স্পষ্ট যে একাধিক নারী সঙ্গ থাকার ফলেই সলমন আজও আইবুড়ো। বিয়ের ফাঁদে তিনি আর পা বাড়াননি।