TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 13, 2022 | 8:00 AM
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া সর্বাদিক চর্চিত স্টার। তাঁর প্রতিটা পদক্ষেপে কড়া নজর নেটপাড়ার। তবে শুরু দিকে সবটা এতটা সহজ ছিল না। প্রিয়াঙ্কা চোপড়া নিজেই জানিয়েছিলেন তাঁর কঠিন লড়াইয়ের কথা।
তিনি যখন বলিউডে পা রেখেছিলেন, তখন একগুচ্চ স্টারের বিটাউনে ডেবিউ করেছিল। ফলে প্রতিযোগিতা ছিল ভীষণ কঠিন। প্রিয়াঙ্কা নিজে একবার অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন।
বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?
প্রিয়াঙ্কা চোপড়া- দেশের মাটি ছাড়লেও দেশ তাঁকে ভুলতে নারাজ। তাই আজও সর্বাধিক সার্চ লিস্টে তাঁর নামের দেখা মেলে। সেরা দশের শেষ নামটি হলেও তিনি আজও লাইম লাইটে, তা আরও একবার প্রমাণিত।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।
পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।