
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে অনস্ক্রিনে রোম্যান্সে মোটেও আপত্তি নেই সলমন খানের, অতীতে এ প্রমাণ মিলেছে বহুবার। ৬০ ছুঁতে আর বছর চারেক দেরি থাকলেও মন থেকে এখনও নবীন তিনি। কিন্তু তাই বলে নায়িকার সঙ্গে বয়সের ফারাক ৩৪ বছরের! ভাইজান কি সত্যিই এত ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করবেন? নায়িকাটিই বা কে?

নায়িকা নিজেও একজন স্টারকিড। মা সিনেমা জগতে খুব বেশি জায়গা করে নিতে না পারলেও টেলিভিশনে আজও তিনি রানি। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? কথা হচ্ছে শ্বেতা তিওয়ারির মেয়ে পলকের।

সলমনের আগামী ছবি 'কিসিকি ভাই কিসিকি জান' দিয়েই বলিউডে ডেবিউ ঘটছে তাঁর। ওই ছবিতে পলক ছাড়াও ডেবিউ ঘটছে আরও এক জনের। তিনি শেহনাজ গিল।

থাকছেন পূজা হেগড়ে, রাঘব জুয়েল ও সিদ্ধার্থ নিগমের মতো এ যুগের তারকারাও। তবে সূত্র বলছে, ভাইজানের ছবিতে থাকলেও পলক তাঁর নায়িকা হচ্ছেন না। তাঁর বিপরীতে সম্ভবত দেখা যাবে, সিদ্ধার্থকে।

তবে কেরিয়ারের শুরু থেকেই সলমনের আশীর্বাদের হাত পলকের মাথায় রয়েছে। পলকে মুগ্ধ তিনি। আর সলমন যখন সঙ্গে থাকেন, তখন বলিউড যে তাঁর কাছে হয়ে যায় জলের মতো সহজ, সে প্রমাণ তো ইন্ডাস্ট্রি বারেবারেই পেয়েছে।