Samantha Ruth Prabhu: বিচ্ছেদের পর ঘুরে দাঁড়াচ্ছেন সামান্থা, প্রমাণ তাঁর সাম্প্রতিক ফোটোশুট

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 16, 2021 | 4:02 PM

ভাইরাল সবক'টি ছবি। মনের মধ্যে উথাল পাথাল ঝড়কে থামিয়ে ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা। আবার নতুনভাবে সবটা শুরু করছেন অভিনেত্রী। প্রমাণ করতে চাইছেন, "এভাবেও ফিরে আসা যায়।"

1 / 6
ফোটোশুটে নিজের ভিতরের বস লেডিকে বের করে এনেছেন সামান্থা।

ফোটোশুটে নিজের ভিতরের বস লেডিকে বের করে এনেছেন সামান্থা।

2 / 6
পরেছেন মার্জিত ও সম্ভ্রান্ত সাদা রঙের পাওয়াপ্যাক সুট।

পরেছেন মার্জিত ও সম্ভ্রান্ত সাদা রঙের পাওয়াপ্যাক সুট।

3 / 6
মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সামান্থা পোস্ট করেছেন ছবিগুলি।

মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সামান্থা পোস্ট করেছেন ছবিগুলি।

4 / 6
ক্যাপশনে লিখেছেন, "গতকালের ঘটনা"। বলতে চেয়েছেন সোমবার রাতে ফোটোশুট করেছেন তিনি।

ক্যাপশনে লিখেছেন, "গতকালের ঘটনা"। বলতে চেয়েছেন সোমবার রাতে ফোটোশুট করেছেন তিনি।

5 / 6
চার বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন সামান্থা ও তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য।

চার বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন সামান্থা ও তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য।

6 / 6
এই ঘটনার পর থেকে মহিলাকেন্দ্রিক চরিত্রের অফারই বেশি পাচ্ছেন সামান্থা।  এই পাওয়ারপ্যাক ফোটোশুটও সেই কথারই জানান দিচ্ছে।

এই ঘটনার পর থেকে মহিলাকেন্দ্রিক চরিত্রের অফারই বেশি পাচ্ছেন সামান্থা। এই পাওয়ারপ্যাক ফোটোশুটও সেই কথারই জানান দিচ্ছে।

Next Photo Gallery