
ফোটোশুটে নিজের ভিতরের বস লেডিকে বের করে এনেছেন সামান্থা।

পরেছেন মার্জিত ও সম্ভ্রান্ত সাদা রঙের পাওয়াপ্যাক সুট।

মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সামান্থা পোস্ট করেছেন ছবিগুলি।

ক্যাপশনে লিখেছেন, "গতকালের ঘটনা"। বলতে চেয়েছেন সোমবার রাতে ফোটোশুট করেছেন তিনি।

চার বছর সংসার করার পর বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন সামান্থা ও তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্য।

এই ঘটনার পর থেকে মহিলাকেন্দ্রিক চরিত্রের অফারই বেশি পাচ্ছেন সামান্থা। এই পাওয়ারপ্যাক ফোটোশুটও সেই কথারই জানান দিচ্ছে।