Samantha Ruth Prabhu: বিচ্ছেদের পর ঘুরে দাঁড়াচ্ছেন সামান্থা, প্রমাণ তাঁর সাম্প্রতিক ফোটোশুট
ভাইরাল সবক'টি ছবি। মনের মধ্যে উথাল পাথাল ঝড়কে থামিয়ে ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা। আবার নতুনভাবে সবটা শুরু করছেন অভিনেত্রী। প্রমাণ করতে চাইছেন, "এভাবেও ফিরে আসা যায়।"