Samantha Ruth Prabhu: এই অভিনেত্রীর কাছে জনপ্রিয়তার এক নম্বর জায়গাটা হারালেন সামান্থা রুথ প্রভু

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 11, 2023 | 8:10 PM

Samantha Ruth Prabhu: জনপ্রিয়তার দিক থেকে সামান্থাকে টক্কর দিয়েছেন এই দক্ষিণী নায়িকা। জানেন তিনি কে? ছবিতে দেখুন তাঁকে।

1 / 6
মায়োসিটিস অসুখে ভুগছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি তাঁকে ট্রোল করা হয়েছে চেহারার জৌলুস কমেছে বলে। যাঁর জুতসই জবাবও দিয়েছেন অভিনেত্রী। তিনি প্রার্থনা করেছেন এরকমটা যেমন কারও সঙ্গেও না ঘটে।

মায়োসিটিস অসুখে ভুগছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি তাঁকে ট্রোল করা হয়েছে চেহারার জৌলুস কমেছে বলে। যাঁর জুতসই জবাবও দিয়েছেন অভিনেত্রী। তিনি প্রার্থনা করেছেন এরকমটা যেমন কারও সঙ্গেও না ঘটে।

2 / 6
অন্যদিকে জানা যাচ্ছে, সেরা জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের এক নম্বর জায়গা ধরে রাখতে পারেননি সামান্থা।

অন্যদিকে জানা যাচ্ছে, সেরা জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের এক নম্বর জায়গা ধরে রাখতে পারেননি সামান্থা।

3 / 6
সেই জায়গা তাঁর হাত ছাড়া হয়েছে। এবং তাঁকে টপকে গিয়েছেন অন্য এক দক্ষিণ ভারতীয় অভিনেত্রী।

সেই জায়গা তাঁর হাত ছাড়া হয়েছে। এবং তাঁকে টপকে গিয়েছেন অন্য এক দক্ষিণ ভারতীয় অভিনেত্রী।

4 / 6
ফলে একটা সময়ের পর তিনি ছবির প্রচার থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন এই খারাপ লাগাটাকে কেন্দ্র করেই। যদিও তাঁর এই অভিজ্ঞতা দক্ষিণের। বলিউডের ছবিটা তাঁর কাথে এখনও স্পষ্ট নয়।

ফলে একটা সময়ের পর তিনি ছবির প্রচার থেকে নিজেকে সরিয়ে এনেছিলেন এই খারাপ লাগাটাকে কেন্দ্র করেই। যদিও তাঁর এই অভিজ্ঞতা দক্ষিণের। বলিউডের ছবিটা তাঁর কাথে এখনও স্পষ্ট নয়।

5 / 6
অনেক ওঠানামা দিয়ে যেতে হয়েছে নয়নতারাকেও। একটা সময় জনপ্রিয় নায়িকাদের তালিকায় জায়গাই পেতেন না তিনি।

অনেক ওঠানামা দিয়ে যেতে হয়েছে নয়নতারাকেও। একটা সময় জনপ্রিয় নায়িকাদের তালিকায় জায়গাই পেতেন না তিনি।

6 / 6
ভগবান তাঁর ইচ্ছেপূরণ করলেও, একটা আক্ষেপ তাঁর থেকেই গিয়েছিল। তিনি যখন তাঁর কেরিয়ারের দ্বিতীয় দশক শুরু করেছিলেন, তখনই মনে মনে চাইতেন কেন মহিলাদের কেন্দ্র করে ছবি  হয় না!

ভগবান তাঁর ইচ্ছেপূরণ করলেও, একটা আক্ষেপ তাঁর থেকেই গিয়েছিল। তিনি যখন তাঁর কেরিয়ারের দ্বিতীয় দশক শুরু করেছিলেন, তখনই মনে মনে চাইতেন কেন মহিলাদের কেন্দ্র করে ছবি হয় না!

Next Photo Gallery