
Samsung-এর 'The Holiday Season' সেলে অতিশয় সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy A53। স্মার্টফোনটির 6GB র্যাম ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 40,999 টাকা। কিন্তু Samsung-এর হলিডে সিজন সেলে 9,000 টাকা ডিসকাউন্ট চলছে। ফলে ফোনটির দাম কমে হচ্ছে মাত্র 31,999 টাকা।

তবে আপনারা যদি পুরনো মোবাইল পরিবর্তন করে Samsung Galaxy A53 স্মার্টফোনটি কেনেন তাহলে প্রচুর টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। কিন্তু এক্সচেঞ্জ ডিসকাউন্টের পরিমাণ আপনার মোবাইলের মডেল নম্বর, ব্র্যান্ড এবং ভাল খারাপ কেমন অবস্থায় আছে, তার উপর নির্ভর করবে।

Samsung Galaxy A53-এর ফিচার ও স্পেসিফিকেশন: Samsung Galaxy A53 ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটের 6.5-ইঞ্চি ফুল এইচডি(HD) সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফাস্ট পারফরম্যান্সের জন্য ফোনে অক্টা কোর (2.4 গিগাহার্টজ + 2.4 গিগাহার্টজ) প্রসেসর ব্যবহার করা হয়েছে।

এই Samsung Galaxy A53 স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য 5G, 4G LTE, ওয়াই-ফাই (Wifi), ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি (Type C) পোর্ট রয়েছে। স্টোরেজ হিসাবে স্মার্টফোনটিতে 8 GB র্যাম এবং 128 GB মেমরি পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000 mAh ক্যাপাসিটির ব্যাটারি আছে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy A53 ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি তোলার জন্য ফোনের সামনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার আছে।

ফোনটির সেন্সর অপশনের মধ্যে রয়েছে, অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার, প্রক্সিমিটি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রসঙ্গত, ‘The Holiday Season’ সেল থেকে Samsung Galaxy A53 স্মার্টফোন কিনলে আপনি 2,000 টাকা পর্যন্ত ‘ওয়েলকাম বেনিফিট’(Welcome Benefit) ভাউচার পেয়ে যাবেন। এই ভাউচার ব্যবহার করে অন্য যেকোনও স্যামসাং প্রোডাক্ট কেনার সুবিধা পাবেন। তবে 6 মাসের মধ্যে সেই ভাউচার কাজে লাগাতে হবে।