অনস্ক্রিন মা-মেয়ের পারফরম্যান্স, একসঙ্গে দেবশ্রী এবং সঙ্ঘমিত্রা
TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Aug 30, 2021 | 4:06 PM
Sanghamitra Talukder and Debashree Roy: সোমবার ইনস্টাগ্রামে নাচের পোশাকে দেবশ্রীর সঙ্গে এই ছবিগুলি শেয়ার করেছেন সঙ্ঘমিত্রা। ক্যাপশনে লিখেছেন ‘কামিং সুন।’
1 / 7
১০ বছর পর অভিনয়ে ফিরেছেন দেবশ্রী রায়। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘সর্বজয়া’। এই ধারাবাহিকে দেবশ্রীর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার।
2 / 7
সোমবার ইনস্টাগ্রামে নাচের পোশাকে দেবশ্রীর সঙ্গে এই ছবিগুলি শেয়ার করেছেন সঙ্ঘমিত্রা। ক্যাপশনে লিখেছেন ‘কামিং সুন।’
3 / 7
অভিনয় ছাড়াও নাচে দেবশ্রীর পারদর্শীতার কথা ইন্ডাস্ট্রির সকলেই জানেন। এই ধারাবাহিকের চিত্রনাট্যেও নাচের অনুসঙ্গ রয়েছে।
4 / 7
অনস্ক্রিন মা-মেয়ের পারফরম্যান্স আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। যেখানে দেবশ্রী এবং সঙ্ঘমিত্রা একসঙ্গে পারফর্ম করেছেন।
5 / 7
২০১৬। সে সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘আমার দুর্গা’র মাধ্যমে দর্শকের ঘরে ঘরে জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার। ওই সময় থেকেই টেলিভিশনে পথ চলা শুরু। মাঝে দেড় বছরের বিরতি নিয়েছিলেন তিনি।
6 / 7
সঙ্ঘমিত্রাকে শেষ দেখা গিয়েছিল ‘গ্যাংস্টার গঙ্গা’ ধারাবাহিকে দেড় বছর আগে। ফের তিনি ফিরেছেন ‘সর্বজয়া’য়।
7 / 7
গত দেড় বছরে টেলিভিশনের বিরতিতে ওয়েব সিরিজ ‘সেনাপতি ২’-এ কাজ করেছেন সঙ্ঘমিত্রা। ব্র্যান্ড শুট করেছেন। এমনকি দুটো ছবির কাজও করে ফেলেছেন। তাঁর ডেবিউ ছবি। কিন্তু ছবির বিষয়ে বিশদে কিছু জানাতে চাননি তিনি।