
সঞ্জনা গণেশন - ভারতীয় দলের তারকা পেসার ও মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা অস্ত্র জশপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন (Sanjana Ganesan) আইপিএলের সুন্দরী অ্যাঙ্কারদের তালিকায় রয়েছেন। সঞ্জনা বর্তমানে নিউজিল্যান্ডে চলা মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে ব্রডকাস্টার চ্যানেলের হয়ে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন।

তানিয়া পুরোহিত - আইপিএলের অ্যাঙ্কারদের মধ্যে অতি পরিচিত মুখ তানিয়া পুরোহিত (Tanya Purohit)। উত্তরাখণ্ডের বাসিন্দা তানিয়া গারওয়াল বিশ্ববিদ্যালয় থেকে গনজ্ঞাপনে স্নাতক হয়েছেন। আইপিএলের বিভিন্ন ম্যাচে যেমন তাঁকে দেখা গিয়েছে, পাশাপাশি তাঁকে অনুষ্কা শর্মা প্রযোজিত ও অভিনীত বলিউড সিনেমা 'এনএইচ১০' এ অভিনয় করতে দেখা গিয়েছে।

নাশপ্রীত কৌর - আইপিএলের একাধিক ম্যাচে দেখা গিয়েছে সুন্দরী নাশপ্রীত কৌরকে (Nashpreet Kaur)। তিনি মহিলা ভারতীয় ক্রীড়া উপস্থাপকদের মধ্যে বেশ জনপ্রিয়ও। মেলবোর্নে জন্ম ও বেড়ে ওঠা নাশপ্রীত কৌরের। ২০১৪ সালে নাশপ্রীত কৌর মডেলিং শুরু করেছিলেন। এর পর 'স্ট্রিংস' একটি শর্ট ফিল্মেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।

মায়ান্তি ল্যাঙ্গার - ভারতের প্রাক্তন ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী মায়ান্তি ল্যাঙ্গার (Mayanti Langer) আইপিএলের অ্যাঙ্কারদের মধ্যে অতিপরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায় মায়ান্তির ফলোয়ার সংখ্যাও নেহাত কম নয়। আসন্ন আইপিএলে আমার মাঠে ও স্টুডিওতে দেখা যাবে সুন্দরী মায়ান্তিকে।

নেরোলি মেডোজ - নেরোলি মেডোজ (Neroli Meadows) হলেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিক ও ক্রিকেট উপস্থাপক। তবে ক্রিকেট ছাড়াও অস্ট্রেলিয়ান টেলিভিশনের জন্য নেরোলি ফুটবল, বাস্কেটবলের শো-এর উপস্থাপনাও করেছেন।