দেখুন ছবিতে: বার্থ ডে উইশ করলেন সারা, সঙ্গে ছোট্ট জেহ!

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 16, 2021 | 3:57 PM

সোশ্যাল মিডিয়ায় 'বিগগেস্ট সাপোর্ট সিস্টেম' লিখে আব্বাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সারা। সাথে প্রকাশ করলেন ছোট্ট জেহের ছবি।

1 / 7
নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে সইফ আলি খানকে জন্মদিনের বার্তা দিলেন সারা। তিনি লিখেছেন, শুভ জন্মদিন আব্বা।

নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে সইফ আলি খানকে জন্মদিনের বার্তা দিলেন সারা। তিনি লিখেছেন, শুভ জন্মদিন আব্বা।

2 / 7
সুপারহিরো, স্মার্ট বন্ধু, সেরা কথোপকথনবিদ এবং সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হওয়ার জন্য সইফকে ধন্যবাদ জানিয়েছেন সারা।

সুপারহিরো, স্মার্ট বন্ধু, সেরা কথোপকথনবিদ এবং সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হওয়ার জন্য সইফকে ধন্যবাদ জানিয়েছেন সারা।

3 / 7
করিনা ও ছোট্ট জেহের সাথে ছবি দিয়ে সইফকে জন্মদিনের বার্তা প্রেরণ করলেন সারা।

করিনা ও ছোট্ট জেহের সাথে ছবি দিয়ে সইফকে জন্মদিনের বার্তা প্রেরণ করলেন সারা।

4 / 7
গত জুলাই মাসেই আব্বা ও ভাইদের সাথে ছবি পোস্ট করে 'ঈদ মুবারক' জানিয়েছিলেন সারা। কিন্তু প্রকাশ করেননি জেহের ছবি।

গত জুলাই মাসেই আব্বা ও ভাইদের সাথে ছবি পোস্ট করে 'ঈদ মুবারক' জানিয়েছিলেন সারা। কিন্তু প্রকাশ করেননি জেহের ছবি।

5 / 7
ফাদার্স ডে'তেও ইব্রাহিম ও নিজের ছোটবেলার ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন সইফ-কন্যা।

ফাদার্স ডে'তেও ইব্রাহিম ও নিজের ছোটবেলার ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন সইফ-কন্যা।

6 / 7
এর আগেও সারা প্রকাশ্যে এনেছেন তাঁর এবং সইফের পুরোনো দিনের ছবি।

এর আগেও সারা প্রকাশ্যে এনেছেন তাঁর এবং সইফের পুরোনো দিনের ছবি।

7 / 7
করিনা, তৈমুর ও জেহের সাথে মলদ্বীপে একটি প্রাইভেট আইল্যান্ডে এই বছরের জন্মদিন উৎযাপন করছেন সইফ। একান্তে সময় কাটাচ্ছেন স্ত্রীর সাথেও।

করিনা, তৈমুর ও জেহের সাথে মলদ্বীপে একটি প্রাইভেট আইল্যান্ডে এই বছরের জন্মদিন উৎযাপন করছেন সইফ। একান্তে সময় কাটাচ্ছেন স্ত্রীর সাথেও।

Next Photo Gallery