Pooja Bishnoi: ক্রিকেট ভক্ত মামা ভাগ্নিকে বানিয়েছেন ভারতের উসেইন বোল্ট; পাশে দাঁড়িয়েছেন বিরাটও

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 31, 2023 | 9:34 AM

Virat Kohli: নিজে ক্রিকেটার হতে চেয়েছিলেন। সেই স্বপ্নপূরণ হয়নি। যার ফলে ভাগ্নিকে চ্যাম্পিয়ন বানাবেন প্রতিজ্ঞা করেছিলেন। তেমনটা করেছেনও। জেনে নিন এক মামা-ভাগ্নি জুটির গল্প। কথা হচ্ছে ভারতীয় অ্যাথলিট পূজা বিষ্ণোই ও তাঁর মামা ওরফে কোচ সারওয়ান বুদিয়া বিষ্ণোইকে নিয়ে। ৯ বছরের পূজা এগিয়ে যাওয়ার পথে পেয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির সাহায্যও।

1 / 9
২৪ বছর বয়সী সারওয়ান বুদিয়া বিষ্ণোই (Sarwan Budiya Bishnoi) খেলার দুনিয়ায় এতটা পরিচিত ছিলেন না। তাঁর ভাগ্নির জন্য তিনি এখন পরিচিত। ভারতের অ্যাথলিট পূজা বিষ্ণোইয়ের (Pooja Bishnoi) মামা সারওয়ান বুদিয়া। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

২৪ বছর বয়সী সারওয়ান বুদিয়া বিষ্ণোই (Sarwan Budiya Bishnoi) খেলার দুনিয়ায় এতটা পরিচিত ছিলেন না। তাঁর ভাগ্নির জন্য তিনি এখন পরিচিত। ভারতের অ্যাথলিট পূজা বিষ্ণোইয়ের (Pooja Bishnoi) মামা সারওয়ান বুদিয়া। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

2 / 9
সারওয়ান বুদিয়া বিষ্ণোইয়ের বরাবর ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল। জাতীয় পর্যায়ে কয়েকটি টুর্নামেন্টে অংশও নিয়েছিলেন। কিন্তু একটা সময় হ্যামস্ট্রিংয়ের চোট তাঁর পরিকল্পনা ভেঙে চুরমার করে দেয়। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

সারওয়ান বুদিয়া বিষ্ণোইয়ের বরাবর ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল। জাতীয় পর্যায়ে কয়েকটি টুর্নামেন্টে অংশও নিয়েছিলেন। কিন্তু একটা সময় হ্যামস্ট্রিংয়ের চোট তাঁর পরিকল্পনা ভেঙে চুরমার করে দেয়। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

3 / 9
সারওয়ান নিজে ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণ করতে পারেননি, কিন্তু ভাগ্নি পূজা বিষ্ণোইকে সফল অ্যাথলিট হিসেবে তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

সারওয়ান নিজে ক্রিকেটার হওয়ার স্বপ্নপূরণ করতে পারেননি, কিন্তু ভাগ্নি পূজা বিষ্ণোইকে সফল অ্যাথলিট হিসেবে তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

4 / 9
পূজা একজন উঠতি ভারতীয় দৌড়বিদ। অ্যাথলেটিক্সে তাঁর হাতে খড়ি মামা সারওয়ান বিষ্ণোইয়ের হাত ধরেই। বর্তমানে পূজার ভাইও সারওয়ানের কাছেই অনুশীলন করে। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

পূজা একজন উঠতি ভারতীয় দৌড়বিদ। অ্যাথলেটিক্সে তাঁর হাতে খড়ি মামা সারওয়ান বিষ্ণোইয়ের হাত ধরেই। বর্তমানে পূজার ভাইও সারওয়ানের কাছেই অনুশীলন করে। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

5 / 9
মাত্র ৩ বছর বয়স থেকে পূজাকে তৈরি করার কাজ শুরু করেন মামা সারওয়ান। অতটুকু বয়স থেকেই দারুণ দৌড়াত পূজা। তাঁর চেয়ে বয়সে বড় ছেলেদেরও দৌড়ে পেছনে ফেলে দিতেন পূজা। তাঁকে অনেকেই ভারতের উসেইন বোল্ট বলেও ডাকেন। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

মাত্র ৩ বছর বয়স থেকে পূজাকে তৈরি করার কাজ শুরু করেন মামা সারওয়ান। অতটুকু বয়স থেকেই দারুণ দৌড়াত পূজা। তাঁর চেয়ে বয়সে বড় ছেলেদেরও দৌড়ে পেছনে ফেলে দিতেন পূজা। তাঁকে অনেকেই ভারতের উসেইন বোল্ট বলেও ডাকেন। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

6 / 9
কৃষক পরিবারে জন্ম পূজার। তিনি ভারতের সবচেয়ে কম বয়সী অ্যাথলিট যাঁর সিক্স প্য়াক অ্যাবস রয়েছে। ১১ বছর বয়সী পূজা মামা সারওয়ানকে তো পাশে পেয়েছেনই, পাশাপাশি তাঁর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

কৃষক পরিবারে জন্ম পূজার। তিনি ভারতের সবচেয়ে কম বয়সী অ্যাথলিট যাঁর সিক্স প্য়াক অ্যাবস রয়েছে। ১১ বছর বয়সী পূজা মামা সারওয়ানকে তো পাশে পেয়েছেনই, পাশাপাশি তাঁর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিরাট কোহলি। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

7 / 9
বিরাট কোহলি ফাউন্ডেশনের পক্ষ থেকে পূজা বিষ্ণোইয়ের পড়াশুনা ও খেলার খরচ বহন করার দায়িত্ব নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিরাট কোহলি ফাউন্ডেশন যোধপুরে পূজাকে একটি ফ্ল্যাট দিয়েছে, যেখানে সে তাঁর মামার সঙ্গে থাকে। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

বিরাট কোহলি ফাউন্ডেশনের পক্ষ থেকে পূজা বিষ্ণোইয়ের পড়াশুনা ও খেলার খরচ বহন করার দায়িত্ব নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিরাট কোহলি ফাউন্ডেশন যোধপুরে পূজাকে একটি ফ্ল্যাট দিয়েছে, যেখানে সে তাঁর মামার সঙ্গে থাকে। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

8 / 9
পূজা বিজ্ঞাপনের জগতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ইতিমধ্যেই তিনি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিজ্ঞাপনের কাজ করেছেন। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

পূজা বিজ্ঞাপনের জগতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। ইতিমধ্যেই তিনি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বিজ্ঞাপনের কাজ করেছেন। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

9 / 9
শুধু ধোনি নয়, ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার সঙ্গে পূজা বিষ্ণোই বিজ্ঞাপনের কাজ করেছেন। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

শুধু ধোনি নয়, ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার সঙ্গে পূজা বিষ্ণোই বিজ্ঞাপনের কাজ করেছেন। (ছবি-পূজা বিষ্ণোই টুইটার)

Next Photo Gallery
Heart Health: মহিলাদের মধ্যে স্ট্রোকের সম্ভাবনা সবচেয়ে বেশি, হৃদরোগের ঝুঁকি কমাবেন কোন উপায়ে?
Tim Paine: “তোমার ওই ঠোঁট দিয়ে আমাকে শেষ করে দাও”, যৌন উস্কানিমূলক মন্তব্য করা টিম পেইনের জীবন কি স্বাভাবিক হয়েছে?