
সৌদি আরবের নাম শুনলেই মাথায় আসে মক্কা-মদিনা, হজ, বড় বড় তেলের কূপ, কঠোর শরিয়া বিধান এবং বোরখা-আবায়া পরা মহিলাদের কথা। কিন্তু, ক্রমে ছক ভেঙে বেরিয়ে আসছে আমাদের চেনা এই সৌদি আরব।

শুক্রবার (১৭ মে), সৌদিতে তৈরি হল এক নতুন ইতিহাস। এই মুসলিম দেশে প্রথমবার সূক্ষ্ম সাঁতারের পোশাকে হাঁটালেন মডেলরা।

এক দশকও হয়নি, সৌদি আরবে মহিলাদের আবায়া পরতে বাধ্যতামূলক ছিল। আবায়ায় শরীর সম্পূর্ণ ঢেকে রাখতে হত। কিন্তু, বর্তমানে সৌদি আরবকে বিশ্ব পর্যটনের অন্যতম কেন্দ্রতে পরিণত করতে চাইছেন যুবরাজ মহম্মদ বিন সলমন। এই সাঁতারের পোশাকের ফ্যাশন শোকেও, সৌদি আরবে এক বড় পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে।

সৌদি আরবের পশ্চিম উপকূলে, সেন্ট রেজিস রেড সি রিসর্টের সুইমিং পুলের ধারে এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। রিসর্টটি রেড সি গ্লোবাল প্রকল্পের অন্তর্গত। এই প্রকল্প যুবরাজের সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচি, ভিশন ২০৩০-র অন্যতম অংশ।

মরোক্কান ডিজাইনার, ইয়াসমিনা কানজালের নকশা করা সাঁতারের পোশাকগুলি উপস্থাপন করা হয়। যাঁর ফাঁক-ফোঁকড় দিয়ে দৃশ্যমান ছিল মডেলদের শরীরের বিভিন্ন অংশ।

বেশিরভাগই মডেলকেই দেখা যায়, লাল, বেইজ এবং নীল রঙের ওয়ান-পিস সুইম স্যুট পরে ব়্যাম্পওয়াক করতে। সৌদি আরবের মতো দেশে যা অত্যন্ত ব্যতিক্রমী দৃশ্য বলে মেনে নিয়েছেন খোদ ডিজাইনার, ইয়াসমিনা কানজালও।

সংবাদ সংস্থা এএফপিকে ইয়াসমিনা কানজাল বলেছেন, "এই দেশটি খুব রক্ষণশীল এটা সত্যি। কিন্তু আমরা এমন কিছু দুর্দান্ত সাঁতারের পোশাক তৈরির চেষ্টা করেছি, যেগুলি আরব বিশ্বের প্রতিনিধিত্ব করে।"

তিনি জানিয়েছেন, এই ঐতিহাসিক ফ্যাশন শোতে অংশগ্রহণ করাটা তাঁর কাছে বিশেষ সম্মানের। তিনি বলেছেন, "সৌদিতে আসার পর, আমরা বুঝতে পেরেছিলাম, এখানে সুইমস্যুট ফ্যাশন শোয়ের আয়োজন করাটা এক ঐতিহাসিক মুহূর্ত। এই ধরনের ফ্যাশন শো এই দেশে এই প্রথমবার হল।"

রেড সি ফ্যাশন উইকের দ্বিতীয় দিনে এই ঐতিহাসিক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। এবার থেকেই এই ফ্যাশন উইক চালু হল।

এই শো সম্পর্কে যুবরাজ মহম্মদ বিন সলমন বলেছেন, "সৌদি আরবে প্রথমবারের মতো সুইমস্যুট ফ্যাশন শো হচ্ছে। কিন্তু কেন হবে না? সত্যি করে বলুন তো? এটা হওয়া সম্ভব এবং আমাদের এখানে এটা হচ্ছে।"

এই ফ্যাশন শো-তে অংশ নিয়েছিলেন ফরাসি ইনফ্লুয়েন্সার রাফেল সিমাকোরবে-ও। তিনি বলেছেন, "আমার চোখে এই শো-তে ঝুঁকির কোনও পোশাক ছিল না। তবে সৌদি আরবের প্রেক্ষাপটে, এটি এক বড় অর্জন। আজ এই শো আয়োজন করা তাদের পক্ষে খুব সাহসী পদক্ষেপ। এর অংশ হতে পেরে আমি খুব খুশি।"

সিরিয়ান ইনফ্লুয়েন্সার শৌক মহম্মদের মতে, সৌদি আরবে বর্তমানে সাঁতারের পোশাকের ফ্যাশন শো আয়োজন মোটেই আশ্চর্যের বিষয় নয়। তিনি বলেছেন, "সৌদি আরবকে বিশ্বের কাছে উন্মুক্ত করতে এবং দেশের ফ্যাশন ও পর্যটন খাতকে প্রসারিত করতে চেষ্টা করছেন এমবিএস। কাজেই, এতে আশ্চর্যের কিছু নেই।"