Ravindra Jadeja: ‘রকস্টারের প্রত্যাবর্তন’, দ্বিতীয় ইনিংসে নিলেন ৭ উইকেট
Ranji Trophy: অনবদ্য প্রত্যাবর্তন রকস্টার রবীন্দ্র জাডেজার। গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপের মাঝপথেই হাঁটুর চোটে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। চোট এতটাই গুরুতর ছিল, হাঁটুর অস্ত্রোপচার করাতে হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাওয়া যায়নি জাডেজাকে। তিনি ছিটকে যেতেই ভারতের কম্বিনেশন এলোমেলো হয়ে যায়। এশিয়া কাপে ফাইনালে যেতে ব্যর্থ ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে বিদায়। সামনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ। ফিটনেস পরীক্ষায় পাস করলে তবেই টেস্টে খেলার সুযোগ পাবেন।