TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 02, 2022 | 6:04 PM
পবিত্র শ্রাবণ মাসে এ বছর ৪টি সোমবার। শ্রাবণের প্রথম সোমবার বিশেষ যোগে ভগবান শিবের পুজো করলে বিশেষ কৃপা পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে, এমন কিছু জিনিস রয়েছে, যেগুলি শ্রাবণ মাসে কেনা খুবই শুভ লাভ হয়।
এমনটাও বিশ্বাস করা হয়, এই জিনিসগুলি কিনলে মহাদেবের পাশাপাশি দেবী লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়। এই জিনিসগুলি কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ মেলে। ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে আজীবন।
শিবলিঙ্গ: ধর্মীয় বিশ্বাস অনুসারে, শিবলিঙ্গকে ভগবান মহাদেবের প্রতীক হিসেবে মনে করা হয়। এমন পরিস্থিতিতে শ্রাবণ মাসে বাড়ির মন্দর বা পুজোর ঘরের জন্য একটি শিবলিঙ্গ কিনতে পারেন। এছাড়া বাড়িতে রাখা শিবলিঙ্গের নিয়মিত পুজো করা বাধ্যতামূলক।
এমন পরিস্থিতিতে ভক্তদের নিয়ম মেনে চলা উচিত। এতে আপনার পরিবারের সদস্যদের সব খাতেই উন্নতি হয় ও প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রেই সফল হয়। এর সঙ্গে ভক্তদের উপর অপার কৃপা বর্ষণ করেন মহালক্ষ্মী।
রৌপ্য ব্রেসলেট: শ্রাবণ মাসে একটি রূপোর ব্রেসলেট কেনা খুবই শুভ। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে শ্রাবণ মাসে একটি রৌপ্য ব্রেসলেট কেনা আর্থিক অবস্থাকে শক্তিশালী করে। এর পাশাপাশি শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।
রুদ্রাক্ষ: পৌরাণিক মতে, শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের জন্ম হয়েছিল। শ্রাবণের একটি শুভ সময়ে রুদ্রাক্ষ কিনে বাড়িতে আনলে জীবনে অনেক উন্নতি হয়। অর্থের অভাব কখনওই হবে না তাদের। এছাড়া শ্রাবণ মাসে রুদ্রাক্ষ পরলে মন হয় শান্ত। এছাড়া হৃদরোগে ঝুঁকিও থাকে না।
ডমরু: শ্রাবণ মাসে আদিদেবের স্তব করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিবের আরাধনা ডমরু বাজিয়ে ভোলানাথ প্রসন্ন হন। ভক্তদের সকল ইচ্ছে পূরণ করেন মহাদেব। সেই সঙ্গে ভগবান শিবের পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদও ভক্তদের উপর বর্ষিত হয়। মাথা থেকে সমস্ত ঋণ সমাপ্ত হয়।
রৌপ্য বাক্স: জ্যোতিষশাস্ত্র অনুসারে, শিবের ভস্ম ঘরে রাখা শুভ। ঘরে রুপোর বাক্স রাখলে দ্রারিদ্র্য দূর হয়। এমন অবস্থায় একটি রূপোর বাক্সে ছাই রেখে পুজোর সময় রোজ মাথায় লাগান। এতে করে শিবের আশীর্বাদ বজায় থাকে।