Dhatura in Shivalinga: মহাদেবের অত্যন্ত প্রিয় কিন্তু বিষাক্ত এই ফুল অর্পণ করলেই মিলবে অঢেল টাকা-পয়সা! পাবেন সন্তানসুখও
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jul 09, 2023 | 12:22 PM
Sawan 2023: হিন্দু ক্যালেন্ডার অনুসারে, শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস। এই সময় মহাদেব কৈলাস পর্বত থেকে মর্ত্যে নেমে আসেন শুধুমাত্র ভক্তদের প্রার্থনায়। অল্পতেই সন্তুষ্ট মহাদেব। তাই এই সময় মহাদিদেবকে সন্তুষ্ট করতে ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস ও ব্রত পালন করে থাকেন।
1 / 10
মনে করা হয়, এই সময় শিবের জন্য বিশেষ কিছু প্রতিকার মেনে চললে বা প্রিয় জিনিসগুলি নিবেদন করলে অত্যন্ত তুষ্ট হন আদিদেব। তাতে ভক্তদের সব ইচ্ছে পূরণ করেন তিনি। এবছর হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ৪ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস।
2 / 10
বেলপত্র ভগবান শিবের পুজোয় সবচেয়ে বেশি নিবেদন করা হয়, তবে আপনি কি জানেন যে অন্য আরেকটি ফুল ও পাতা, বীজ মহেশ্বরের খুব প্রিয়। বিষাক্ত হলেও ধুতুরা ফুল, পাতা ও বীজ খুব পছন্দের শিবের।
3 / 10
শ্রাবণ মাসে ধুতরা নিবেদন করলেও শিব প্রসন্ন হন। পাশাপাশি ধুতরা ফুল দিয়ে বেশ কিছু প্রতিকার মেনে চললে শিবের অপার আশীর্বাদ বর্ষিত হয় ভক্তদের উপর।
4 / 10
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শবন সোমবারের দিন বাড়িতে ধুতরা ফুলের গাছের মূল স্থাপন করতে পারেন। তারপর দেবী কালীর পুজো করতে পারেন। বীজ মন্ত্র ১০৮ বার জপ করুন। তাতে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়।
5 / 10
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শ্রাবণ মাসে শিবলিঙ্গে ধুতরার ফল অর্পণ করলে সন্তান সুখ লাভ করেন দম্পতি। বহু বছর ধরে সন্তানে আশায় অপেক্ষায় থাকলে এই মাসে ধুতরার ফুল বা ফল অর্পণ করতে পারেন।
6 / 10
শাস্ত্র অনুসারে শিবের মাসে অশ্লেষা নক্ষত্রে ধুতরার মূল এনে ঘরে স্থাপন করতে পারেন। কথিত আছে যে এর ফলে ঘরে আসা সংকট দূর হবে।
7 / 10
শাস্ত্র মতে, শ্রাবণ মাসে রবিবার বা মঙ্গলবার ঘরে কালো ধুতরার মূল রাখলে অশুভ শক্তি সঞ্চার হয় না। এছাড়াও ঘরের নেতিবাচক শক্তি দূর হয়ে যায়।
8 / 10
শাস্ত্র মতে, শ্রাবণ মাসের যে কোনও একটি সোমবারে কেউ যদি বাম হাতের কব্জিতে ধুতরার শিকড় বেঁধে রাখেন, তাহলে তাঁর জীবনে আসা সমস্ত ঝামেলা দূর হয়।
9 / 10
শাস্ত্র মেনে শ্রাবণ মাসে বাড়ির আলমারিতে ভগবান শিবের উদ্দেশ্যে ধাতুরা নিবেদন করলে সংসারে কখনও অর্থের অভাব হয় না।
10 / 10
শাস্ত্র অনুসারে বাড়ির মূল দরজায় ধুতরা ফুলের মালা টাঙিয়ে রাখলে নেতিবাচক শক্তি কখনওই ঘরে প্রবেশ করে না। মনে রাখবেন ফুল শুকিয়ে গেলে তা পরিবর্তন করা উচিত।