Online SBI: ব্য়াঙ্কিংয়ের পাসওয়ার্ড সুরক্ষিত রাখবেন কী করে? পরামর্শ দিল SBI

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 09, 2023 | 9:00 AM

Online SBI: ডিজিটালের যুগে নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড হ্যাক হওয়া নিয়ে চিন্তিত থাকেন। তাই SBI পাসওয়ার্ড সেটা করা নিয়ে গ্রাহকদের পরামর্শ দিল SBI।

1 / 5
ফাইল ছবি

ফাইল ছবি

2 / 5
এই শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক কিছু পরামর্শ দিয়েছে। SBI অনলাইনের পাসওয়ার্ড তৈরির জন্য কী কী উপায় অবলম্বন করতে হবে দেখে নিন। SBI-র তরফে গ্রাহকদের উদ্দেশে বলা হয়েছে, পাসওয়ার্ডের জন্য এমন একটি শব্দ বাছুন যেটা ইংরেজি অভিধানে নেই।

এই শক্তিশালী পাসওয়ার্ড তৈরির জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক কিছু পরামর্শ দিয়েছে। SBI অনলাইনের পাসওয়ার্ড তৈরির জন্য কী কী উপায় অবলম্বন করতে হবে দেখে নিন। SBI-র তরফে গ্রাহকদের উদ্দেশে বলা হয়েছে, পাসওয়ার্ডের জন্য এমন একটি শব্দ বাছুন যেটা ইংরেজি অভিধানে নেই।

3 / 5
পাসওয়ার্ড হিসেবে নিজের নাম, পরিবারের কোনও সদস্যের নাম, গাড়ির নম্বর কখনোই পাসওয়ার্ড হিসেবে রাখবেন না। কারণ এই পাসওয়ার্ডগুলি খুব সহজেই অনুমান করা যায়।

পাসওয়ার্ড হিসেবে নিজের নাম, পরিবারের কোনও সদস্যের নাম, গাড়ির নম্বর কখনোই পাসওয়ার্ড হিসেবে রাখবেন না। কারণ এই পাসওয়ার্ডগুলি খুব সহজেই অনুমান করা যায়।

4 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

5 / 5
কখনোই কারোর কাছে নিজের নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড শেয়ার করবেন না। যদি তাঁরা নিজেদের SBI-র কর্মী বলেও দাবি করেন তবুও কখনোই কারোর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা উচিত নয়। ব্যাঙ্কের কোনও কাজের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য SBI-র কোনও কর্মীকেই আপনার নেট ব্যাঙ্কিং বা এটিএম কার্ডের পাসওয়ার্ড জানতে হয় না। তাই কারোর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা থেকে সতর্ক থাকুন।

কখনোই কারোর কাছে নিজের নেট ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড শেয়ার করবেন না। যদি তাঁরা নিজেদের SBI-র কর্মী বলেও দাবি করেন তবুও কখনোই কারোর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা উচিত নয়। ব্যাঙ্কের কোনও কাজের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য SBI-র কোনও কর্মীকেই আপনার নেট ব্যাঙ্কিং বা এটিএম কার্ডের পাসওয়ার্ড জানতে হয় না। তাই কারোর সঙ্গে পাসওয়ার্ড শেয়ার করা থেকে সতর্ক থাকুন।

Next Photo Gallery