দেখুন ছবিতে; ‘মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘রোবট ২.০’, এই বর্ষায় কোন সায়েন্স ফিকশন মন মাতাবে?
অনিল কাপুরকে দেখা যাবে একটি নতুন সায়েন্স ফিকশন ছবিতে। ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ছবি ‘অ্যানড্রয়েড কুঞ্জাপ্পান ভার্সান ৫.২৫’-এ হিন্দি রিমেক। কিন্তু এটাই প্রথম নয়, অনিল কাপুর অভিনয় করেছিলেন আরও একটি সায়েন্স ফিকশনে। ১৯৮৭ সালের 'মিস্টার ইন্ডিয়া'। সায়েন্স ফিকশন ছবি নিয়ে দর্শকের আগ্রহ থাকেই। যে কারণে হলিউডের ছবি তাঁদের এত পছন্দ। কিন্তু 'মিস্টার ইন্ডিয়া' ছাড়াও আরও অনেক সায়েন্স ফিকশন তৈরি হয়েছে ভারতে। কিছু ছবি চলেছে, কিছু চলেনি। রইল সেই তালিকা।