T20 World Cup 2021: টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া ১২টি দলের অধিনায়কদের ইন্সটাগ্রামে কত ফলোয়ার জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 08, 2021 | 8:40 AM

এ বারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অংশ নিয়েছে মোট ১২টি দল। 'গ্রুপ-এ' তে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ। এবং 'গ্রুপ-বি' তে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ড। এ বারের টুর্নামেন্টে ভারতের কাপের স্বপ্ন শেষ হলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি ক্যাপ্টেন কোহলির। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের দিক থেকে এগিয়ে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলের ক্যাপ্টেনদের ইন্সটাতে (instagram) ফলোয়ারের তালিকায় শীর্ষে রয়েছে ভিকে। ইন্সটাগ্রামে বাকি অধিনায়কদের ফলোয়ার সংখ্যা জানুন ছবিতে...

1 / 12
বিরাট কোহলি - এ বারের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির ক্যাপ্টেনদের মধ্যে ইন্সটাগ্রামের ফলোয়ারের দিক থেকে শীর্ষে রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যা ১৬৬ মিলিয়ন। (ছবি-টুইটার)

বিরাট কোহলি - এ বারের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলির ক্যাপ্টেনদের মধ্যে ইন্সটাগ্রামের ফলোয়ারের দিক থেকে শীর্ষে রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যা ১৬৬ মিলিয়ন। (ছবি-টুইটার)

2 / 12
কেন উইলিয়ামসন - ইন্সটা ফলোয়ার সংখ্যা বেশি হওয়ার দিক থেকে দু'নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার ১.৮ মিলিয়ন। (ছবি-টুইটার)

কেন উইলিয়ামসন - ইন্সটা ফলোয়ার সংখ্যা বেশি হওয়ার দিক থেকে দু'নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার ১.৮ মিলিয়ন। (ছবি-টুইটার)

3 / 12
বাবর আজম - এ বারের টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে পাকিস্তান এবং তাঁদের ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। ইন্সটাগ্রামে পাক নেতা বাবর আজমের ফলোয়ার ১.৫ মিলিয়ন।(ছবি-টুইটার)

বাবর আজম - এ বারের টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে পাকিস্তান এবং তাঁদের ক্যাপ্টেন বাবর আজম (Babar Azam)। ইন্সটাগ্রামে পাক নেতা বাবর আজমের ফলোয়ার ১.৫ মিলিয়ন।(ছবি-টুইটার)

4 / 12
অ্যারন ফিঞ্চ - ইন্সটাগ্রামে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের (Aaron Finch) ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন।(ছবি-টুইটার)

অ্যারন ফিঞ্চ - ইন্সটাগ্রামে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের (Aaron Finch) ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন।(ছবি-টুইটার)

5 / 12
কায়রন পোলার্ড - এ বারের বিশ্বকাপে গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স একেবারে নজর কাড়তে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ডের (Kieron Pollard) ইন্সটাগ্রাম ফলোয়ার হল ১ মিলিয়ন।(ছবি-টুইটার)

কায়রন পোলার্ড - এ বারের বিশ্বকাপে গত বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স একেবারে নজর কাড়তে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ডের (Kieron Pollard) ইন্সটাগ্রাম ফলোয়ার হল ১ মিলিয়ন।(ছবি-টুইটার)

6 / 12
মাহমুদুল্লাহ - ইন্সটাতে ফলোয়ারের দিক থেকে ইংল্যান্ডের ক্যাপ্টেন ইওন মর্গ্যানের থেকে এগিয়ে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ (Mahmudullah)। তাঁর ইন্সটাগ্রামে ফলোয়ার ৮ লক্ষ ৫৭ হাজার।(ছবি-টুইটার)

মাহমুদুল্লাহ - ইন্সটাতে ফলোয়ারের দিক থেকে ইংল্যান্ডের ক্যাপ্টেন ইওন মর্গ্যানের থেকে এগিয়ে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ (Mahmudullah)। তাঁর ইন্সটাগ্রামে ফলোয়ার ৮ লক্ষ ৫৭ হাজার।(ছবি-টুইটার)

7 / 12
ইওন মর্গ্যান - চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইওন মর্গ্যানের ইংল্যান্ড। ইন্সটাগ্রামে ইওন মর্গ্যানের (Eoin Morgan) ফলোয়ার ৭ লক্ষ ৫১ হাজার। (ছবি-টুইটার)

ইওন মর্গ্যান - চলতি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ইওন মর্গ্যানের ইংল্যান্ড। ইন্সটাগ্রামে ইওন মর্গ্যানের (Eoin Morgan) ফলোয়ার ৭ লক্ষ ৫১ হাজার। (ছবি-টুইটার)

8 / 12
মহম্মদ নবি - ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যার দিক থেকে আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি (Mohammad Nabi) রয়েছেন ৯ নম্বরে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার হল ৩ লক্ষ ৫০ হাজার।(ছবি-টুইটার)

মহম্মদ নবি - ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যার দিক থেকে আফগানিস্তানের অধিনায়ক মহম্মদ নবি (Mohammad Nabi) রয়েছেন ৯ নম্বরে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার হল ৩ লক্ষ ৫০ হাজার।(ছবি-টুইটার)

9 / 12
দাসুন শানাকা - শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার (Dasun Shanaka) ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা হল ৮৯ লক্ষ। (ছবি-টুইটার)

দাসুন শানাকা - শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার (Dasun Shanaka) ইন্সটাগ্রাম ফলোয়ার সংখ্যা হল ৮৯ লক্ষ। (ছবি-টুইটার)

10 / 12
তেম্বা বাভুমা - দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার (Temba Bavuma) ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা হল ৩৩ লক্ষ ৬ হাজার।(ছবি-টুইটার)

তেম্বা বাভুমা - দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার (Temba Bavuma) ইন্সটাগ্রামে ফলোয়ারের সংখ্যা হল ৩৩ লক্ষ ৬ হাজার।(ছবি-টুইটার)

11 / 12
কাইল কোয়েটজার - স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার (Kyle Coetzer) -এর ইন্সটাগ্রামে খুব একটা ফলোয়ার বেশি ফলোয়ার নেই। তবে বিশ্বকাপের মঞ্চে এতগুলো দলের বিরুদ্ধে লড়ল স্কটরা। ফলে ধীরে ধীরে কোয়েটজারের ফলোয়ার যে বাড়বে তা নিয়ে সন্দেহ নেই। এই মুহূর্তে কোয়েটজারের ইন্সটাগ্রামে ফলোয়ার রয়েছে ৬২৫১। (ছবি-টুইটার)

কাইল কোয়েটজার - স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার (Kyle Coetzer) -এর ইন্সটাগ্রামে খুব একটা ফলোয়ার বেশি ফলোয়ার নেই। তবে বিশ্বকাপের মঞ্চে এতগুলো দলের বিরুদ্ধে লড়ল স্কটরা। ফলে ধীরে ধীরে কোয়েটজারের ফলোয়ার যে বাড়বে তা নিয়ে সন্দেহ নেই। এই মুহূর্তে কোয়েটজারের ইন্সটাগ্রামে ফলোয়ার রয়েছে ৬২৫১। (ছবি-টুইটার)

12 / 12
গেরহার্ড এরাসমাস - টি-২০ বিশ্বকাপের মূল পর্বে এবার খেলার সুযোগ পেয়েছে নামিবিয়া। স্কট ক্যাপ্টেনের মতোই নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাসের (Gerhard Erasmus) ইন্সটাগ্রামে খুব বেশি ফলোয়ার নেই। বর্তমানে এরাসমাসের ইন্সটা ফলোয়ার হল ৪১৮১।(ছবি-টুইটার)

গেরহার্ড এরাসমাস - টি-২০ বিশ্বকাপের মূল পর্বে এবার খেলার সুযোগ পেয়েছে নামিবিয়া। স্কট ক্যাপ্টেনের মতোই নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাসের (Gerhard Erasmus) ইন্সটাগ্রামে খুব বেশি ফলোয়ার নেই। বর্তমানে এরাসমাসের ইন্সটা ফলোয়ার হল ৪১৮১।(ছবি-টুইটার)

Next Photo Gallery