
নাইসা অজয় দেবগণ ও কাজলের কন্যা। কোনও তারকার চেয়ে তিনি কম নন।

তিনি পার্টি অ্যানিম্যাল। বিভিন্ন দেশে পার্টি করেন বন্ধুদের সঙ্গে।

বিভিন্ন পার্টিতে দেখা যায় নাইসাকে। একবার এক সাক্ষাৎকারে কাজল মস্করা করে বলেছিলেন, নাইসা জাপানি। তিনি নাকি শুসি ছাড়া কিছুই খান না।

সম্প্রতি তিনি লন্ডনে পার্টি করলেন সুনীল শেট্টির পুত্র আহান শেট্টি ও অর্জুন রামপালের কন্যা মাহিকার সঙ্গে।

ফের ভাইরাল হয়েছে তারকা সন্তানদের পার্টির বিভিন্ন ছবি।