Tokyo Olympics 2020: ছবিতে দেখুন গেমস ভিলেজের অন্দরমহল

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 13, 2021 | 7:06 PM

টোকিও অলিম্পিক (Tokyo Olympics) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। অ্যাথলিটরা যে গেমস ভিলেজে (Games Village) থাকবে সেখানে এবার রয়েছে বিধিনিষেধের ছড়াছড়ি। সারাক্ষণ মাস্ক পরতে হবে, একসঙ্গে খাবার খেতেও পারবেন না অ্যাথলিটরা। করোনার কারণে এমন হাজারো নিয়ম রয়েছে এবারের অলিম্পিকে। গেমস ভিলেজের অন্দরমহল সেজে উঠেছে। দেখে নিন গেমস ভিলেজের অন্দরমহলের কিছু অদেখা ছবি...

1 / 5
টোকিও গেমসকে বেশি করে পরিবেশ বান্ধব করে তোলার জন্য রিসাইক্যাল ম্যাট্রেসযুক্ত ১৮ হাজার কার্ডবোর্ডের বেড রাখা হয়েছে।(সৌজন্যে-টুইটার)

টোকিও গেমসকে বেশি করে পরিবেশ বান্ধব করে তোলার জন্য রিসাইক্যাল ম্যাট্রেসযুক্ত ১৮ হাজার কার্ডবোর্ডের বেড রাখা হয়েছে।(সৌজন্যে-টুইটার)

2 / 5
আয়োজকদের তরফে জানানো হয়েছে, অ্যাথলিটরা গেমস ভিলেজের ডাইনিং হলে ৩০ মিনিট করে একা খাবার খাওয়ার সময় পাবেন।(সৌজন্যে-টুইটার)

আয়োজকদের তরফে জানানো হয়েছে, অ্যাথলিটরা গেমস ভিলেজের ডাইনিং হলে ৩০ মিনিট করে একা খাবার খাওয়ার সময় পাবেন।(সৌজন্যে-টুইটার)

3 / 5
ডাইনিং রুমে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার ডিস্পেনসরের এই জায়গা দিয়ে পেরিয়ে যেতে হবে অ্যাথলিটদের।(সৌজন্যে-টুইটার)

ডাইনিং রুমে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার ডিস্পেনসরের এই জায়গা দিয়ে পেরিয়ে যেতে হবে অ্যাথলিটদের।(সৌজন্যে-টুইটার)

4 / 5
গেমস ভিলেজের উচ্চমানের ফিটনেস সেন্টারে অনুশীলন করার সরঞ্জামগুলি স্বচ্ছ পর্দা দিয়ে আলাদা রাখা হয়েছে।(সৌজন্যে-টুইটার)

গেমস ভিলেজের উচ্চমানের ফিটনেস সেন্টারে অনুশীলন করার সরঞ্জামগুলি স্বচ্ছ পর্দা দিয়ে আলাদা রাখা হয়েছে।(সৌজন্যে-টুইটার)

5 / 5
গেমস ভিলেজের অন্দরে আলাদা মেডিক্যাল বিভাগ রাখা হয়েছে। করোনা পরীক্ষার আলাদা ব্যবস্থাও করা হয়েছে। কোনও অ্যাথলিট করোনা আক্রান্ত হলে তাঁকে ভিলেজেই আলাদা করে থাকার ব্যাবস্থাও করে রেখেছে আয়োজকরা। (সৌজন্যে-টুইটার)

গেমস ভিলেজের অন্দরে আলাদা মেডিক্যাল বিভাগ রাখা হয়েছে। করোনা পরীক্ষার আলাদা ব্যবস্থাও করা হয়েছে। কোনও অ্যাথলিট করোনা আক্রান্ত হলে তাঁকে ভিলেজেই আলাদা করে থাকার ব্যাবস্থাও করে রেখেছে আয়োজকরা। (সৌজন্যে-টুইটার)

Next Photo Gallery