
এ বারের টি-২০ বিশ্বকাপে ১৬টি উইকেট নিয়ে সব থেকে বেশি উইকেটশিকারী বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার ভানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga)।

১৩১ রানের বিনিময়ে ১২টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (Adam Zampa) রয়েছেন সব থেকে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকায় দু'নম্বরে। তবে ফাইনাল ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে ৫টি উইকেট নিতে পারলে জাম্পা পৌঁছে যাবেন এই তালিকার শীর্ষে।

এ বারের টি-২০ বিশ্বকাপে সব থেকে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকার তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট (Trent Boult)। এখনও পর্যন্ত ১১টি উইকেট পেয়েছেন কিউয়ি বোলার। তবে তাঁর সামনেও সুযোগ রয়েছে ফাইনাল ম্যাচে আরও উইকেট নেওয়ার।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan) টুর্নামেন্টের সব কটা ম্যাচে খেলতে পারেননি। কিন্তু ১১ টি উইকেট নিয়ে সব থেকে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

একুশের টি-২০ বিশ্বকাপে ৯ টি উইকেট নিয়ে সব চেয়ে বেশি উইকেট পাওয়া বোলারদের তালিকার ৫ নম্বরে রয়েছেন অজি তারকা বোলার মিচেল স্টার্ক (Mitchell Starc)। আজ কিউয়িদের বিরুদ্ধে ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। ফলে সেই ম্যাচে আরও উইকেট নেওয়ার সুযোগ পাবেন স্টার্ক।