রাহুল ত্রিপাঠী- গত মরসুমে রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi) কলকাতা নাইট রাইডার্সের হয় খেলেছিলেন। ৬০ লাখ টাকায় তাঁকে ২০২০ সালে কিনেছিল কেকেআর। গত দুই মরসুমে নাইট জার্সিতে যথেষ্ট অবদান রেখেছেন রাহুল। ফলে আসন্ন নিলামে বড় দাম উঠতে পারে তাঁর।
দেবদত্ত পাড়িক্কাল- ২০২০ সালে বেস প্রাইস অর্থাৎ ২০ লাখ টাকায় দেবদত্ত পাড়িক্কালকে (Devdutt Padikkal) কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গত মরসুমে আরসিবি জার্সিতে দুর্দান্ত খেলেছিলেন দেবদত্ত। নতুন মরসুমের আগে যে মেগা নিলাম রয়েছে তাতে পাড়িক্কালকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। ফলে তাঁর দামও বেশ ভালো উঠতে পারে, এ নিয়ে কোনও সন্দেহ নেই।
লকি ফার্গুসন- ২০১৯ সালে ১.৬ কোটি টাকায় লকি ফার্গুসনকে (Lockie Ferguson) কিনেছিল শাহরুখ খানের দল। কিউয়ি বোলার ফার্গুসনের নিখুঁত ইয়র্কার ও বাউন্সার যে কোনও ব্যাটারকে চাপে ফেলে দেয়। পাওয়ার প্লে এবং ডেথ ওভারে বোলিংয়ে দক্ষ ও সফল ফার্গুসনকে মেগা নিলামে টার্গেট করতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
ফাফ দু প্লেসি- গত মরসুমে প্রোটিয়া ক্রিকেটার ফাফ দু প্লেসি (Faf du Plessis) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ আট থেকে আশি। পাশাপাশি ফিল্ডিংয়েও অসাধারণ দু'প্লেসি। তাঁর মতো দক্ষ ক্রিকেটারকে নিয়মের ঘেরাটোপের কারণে রিটেইন করতে পারেনি ধোনির দল। ফলে নিলামে যে তাঁর দর অনেকটাই বেশি উঠতে চলেছে এমন ধারণা করছে বিশেষজ্ঞমহল।
হর্ষল প্যাটেল। ছবি: টুইটার