IPL 2022: আসন্ন আইপিএলে কোন ৫ বন্ধুজুটিকে একসঙ্গে দেখা যাবে না, দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 14, 2022 | 10:22 PM
'ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, তোড়েঙ্গে দম মগর, তেরা সাথ না ছোড়েঙ্গে'... আইপিএল (IPL) দল আলাদা হলেও এই পাঁচ জুটির বন্ধুত্ব কিন্তু অটুট। আসন্ন আইপিএলে কোনও না কোনও ভাবে একসঙ্গে দেখা যাবে না এই ৫ বন্ধু জুটিকে। কথা হচ্ছে আরসিবিতে একসঙ্গে দীর্ঘদিন খেলা বিরাট কোহলি-এবি ডে ভিলিয়ার্স, চেন্নাইয়ের জার্সিতে খেলা মহেন্দ্র সিং ধোনি-সুরেশ রায়না, পঞ্জাবের কেএল রাহুল-মায়াঙ্ক আগরওয়াল, মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া-ক্রুণাল পান্ডিয়া এবং সানরাইজার্স হায়দরাবাদের ডেভিড ওয়ার্নার-রশিদ খান জুটিকে নিয়ে।
1 / 5
বিরাট কোহলি-এবি ডে ভিলিয়ার্স - প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্সের (AB de Villiers) সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) বন্ধুত্ব কারও অজানা নয়। গত মরসুমের শেষে এবিডি নিজের অবসরের কথা ঘোষণা করে দেন। ফলে স্বাভাবিকভাবেই এই মরসুমে আর আরসিবির হয়ে খেলতে দেখা যাবে না এবিডিকে। তাই এ বারের আইপিএল চলাকালীন আরসিবিতে বিরাট-এবিডির বন্ধুত্বের ঝলকও দেখতে পাওয়া যাবে না।
2 / 5
মহেন্দ্র সিং ধোনি-সুরেশ রায়না - এ বারের আইপিএলের নিলাম থেকে সুরেশ রায়নাকে (Suresh Raina) কিনে নেয়নি চেন্নাই সুপার কিংস। তবে শুধু চেন্নাই নয়, কোনও দলই রায়নার জন্য বিডিং করেনি। ফলে আইপিএল ২০২২ -এ খেলা হচ্ছে না মিস্টার আইপিএলের। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে রায়নার বন্ধুত্বের সম্পর্ক সকল ক্রিকেটপ্রেমীরই জানা। এই জুটি আসন্ন আইপিএলে ২২ গজে দেখা যাবে না।
3 / 5
হার্দিক পান্ডিয়া-ক্রুণাল পান্ডিয়া - দুই পান্ডিয়া ব্রাদার্সকে আইপিএলের মঞ্চে এতদিন দেখা যেত মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। তবে এ বারের আইপিএলের রিটেনশনে ক্রুণাল (Krunal Pandya) ও হার্দিককে (Hardik Pandya) ধরে রাখেনি রোহিতের দল। মুম্বই শিবিরে দুই ভাইয়ের এক আলাদা বন্ধুত্বের ছবি এতদিন ফুটে উঠেছিল। এ বার দুই পান্ডিয়া ভাই আইপিএলে খেলবেন আলাদা আলাদা দলে। নতুন দল গুজরাত টাইটান্সে গিয়েছেন হার্দিক। এবং দাদা ক্রুণাল গিয়েছেন আর এক নতুন দল লখনউ সুপার জায়ান্টসে।
4 / 5
কেএল রাহুল-মায়াঙ্ক আগরওয়াল - পঞ্জাব কিংসের জার্সিতে এই জুটি এক্কেবারে জমজমাট ছিল। ওপেনিংয়ে পঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুলকে (KL Rahul) যোগ্য সঙ্গ দিতেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। দু'জনের বন্ধুত্ব কতটা গাঢ় ছিল তা বহুবার দেখা গিয়েছে। আসন্ন আইপিএলে রাহুল খেলবেন নতুন দল লখনউ সুপার জায়ান্টসের হয়ে। অন্যদিকে পঞ্জাব রিটেইন করে রেখেছে মায়াঙ্ককে। ফলে আইপিএল ২০২২ এ ২২ গজে এই বন্ধু জুটিকেও দেখা যাবে না।
5 / 5
ডেভিড ওয়ার্নার-রশিদ খান - সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার (David Warner) ও আফগান তারকা স্পিনার রশিদ খানের (Rashid Khan) বন্ধুত্ব ছিল দেখার মতো। ক্যাপ্টেন ওয়ার্নারের মুশকিল আসান করতেন রশিদ। এ বার দুই বন্ধু খেলবেন আলাদা দলে। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ফের দেখা যাবে ওয়ার্নারকে। অন্যদিকে গুরজাতের হয়ে মাঠে নামবেন রশিদ। ফলে এই বন্ধু জুটির খুনসুটি সেভাবে দেখতে পাবে না ক্রিকেটপ্রেমীরা।