
বর, ছেলে এবং আগের পক্ষের মেয়েকে নিয়ে দিওয়ালি সেলিব্রেট করলেন দিয়া মির্জা।

অজয় দেবগণ এবং ছেলে যুগকে নিয়ে দিওয়ালি সেলিব্রেট করলেন কাজল। মেয়ে নাইসা পড়াশোনা জন্য মুম্বইয়ের বাইরে থাকেন।

দিওয়ালির সাজে দীপিকা পাড়ুকোন।

দুই মেয়ে জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরকে নিয়ে দিওয়ালির উৎসবে বনি কাপুর।

পুরো পরিবারের সঙ্গে দিওয়ালি কাটালেন হৃতিক রোশন।

দিওয়ালির জন্য প্রদীপ হাতে ছবি তুললেন ভিকি কৌশল।

দিওয়ালিতে একসঙ্গে আনন্দ করলেন প্রেমিক জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট।

নিক জোনাসকে নিয়ে দিওয়ালির পুজো করলেন প্রিয়াঙ্কা চোপড়া।

দিওয়ালি পার্টিতে মালাইকা এবং অর্জুন।

দিওয়ালির মিষ্টি বিতরণ করলেন অনিল কাপুর।

দিওয়ালির সাজে বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর।

করিনা-সইফের ছোট ছেলে জেহকে কোলে নিয়ে মাসি করিশ্মা কাপুর।

দিওয়ালির সাজে দুই বোন করিশ্মা এবং করিনা কাপুর।

দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে সইফ এবং করিনার দিওয়ালি সেলিব্রেশন।

আরাধ্যাকে সঙ্গে নিয়ে ঐশ্বর্যার দিওয়ালির সেলিব্রেশন।

দিওয়ালির পুজোতে মেয়ে ইনায়াকে নিয়ে কুণাল খেমু এবং সোহা আলি খান।

প্রিয়াঙ্কা চোপড়ার দিওয়ালি ফ্যাশন।

জেহর সঙ্গে সইফ। করিনা শেয়ার করেছেন এই ছবি।

শিল্পা শেট্টির দিওয়ালির সাজ। পরিবারের সঙ্গে সেলিব্রেট করলেন অভিনেত্রী।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন