
বেনফিকার (Benfica) বিরুদ্ধে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪-০ ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ।(ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

বায়ার্ন মিউনিখের হয়ে জোড়া গোল করেছেন লেরয় সানে (Leroy Sane)। একটি গোল করেছেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। এবং, রয়েছে প্রতিপক্ষের এভার্টন সোয়ারেসের একটি আত্মঘাতী গোল। (ছবি-বায়ার্ন মিউনিখ টুইটার)

মালমোকে (Malmo) ৪-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি। (ছবি-চেলসি টুইটার)

ব্লুজদের হয়ে দুটি পেনাল্টি থেকে জোড়া গোল করেন জর্জিনহো (Jorginho), একটি করে গোল পেয়েছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন (Andreas Christensen) ও কাই হার্ভাটজ (Kai Havertz)। (ছবি-চেলসি টুইটার)

জর্ডি অ্যালবার পাস থেকে বার্সোলেনার হয়ে ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জেরাড পিকে (Gerard Pique)। (ছবি-বার্সেলোনা টুইটার)