Champions League: ছবিতে দেখুন চ্যাম্পিয়ন্স লিগে চেলসি-বায়ার্ন মিউনিখ-বার্সেলোনার ম্যাচের ফলাফল
চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ম্যাচে বুধবার রাতে পর্তুগালের লিসবনে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ (Bayern Munich) ও বেনফিকা। ৪-০ ব্যবধানে বেনফিকাকে হারিয়েছে রবার্ট লেওয়ানডস্কিরা। অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে গতবারের চ্যাম্পিয়ন চেলসির (Chelsea) মুখে নেমেছিল মালমো। সেই ম্যাচের স্কোরলাইন ৪-০। এইচ গ্রুপের ম্যাচে মালমোকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে থমাস তুচেলের ছেলেরা। ক্যম্প ন্যু-তে জেরার্ড পিকের একমাত্র গোলে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে জয় পেয়েছে লিও মেসির পুরনো দল বার্সেলোনা (Barcelona)।