
নোভাক জকোভিচকে হারিয়ে এ বারের ইউএস ওপেনের শিরোপা অর্জন করেছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। তাঁকে সর্বক্ষণ উৎসাহ জোগাতে তাঁর ম্যাচে সব সময় গ্যালারিতে হাজির থাকেন তাঁর স্ত্রী দারিয়া মেদভেদেভ (Daria Medvedeva)। (সৌজন্যে-দানিল মেদভেদেভ ইন্সটাগ্রাম)

ম্যাচের শেষে মেদভেদেভ জানান, ইউএস ওপেনের ট্রফিটা তিনি তাঁর স্ত্রীকে তাঁদের বিবাহ বার্ষিকীর উপহার হিসেবে দিতে চান। (সৌজন্যে-ইউএস ওপেন টুইটার)

২০১৮ সালের সেপ্টেম্বরে দারিয়া মেদভেদেভকে বিয়ে করেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ।(সৌজন্যে-দানিল মেদভেদেভ ইন্সটাগ্রাম)

সুন্দরী দারিয়া সোশ্যাল মিডিয়ায় সেভাবে সক্রিয় না থাকলেও স্বামী মেদভেদেভের সোশ্যাল অ্যাকাউন্টে ঢুঁ মারলে তাঁদের বেশ কিছু রোমান্টিক ছবি ধরা পড়ে। ইউএস ওপেন জয়ী মেদভেদেভ তাঁর জীবনে দারিয়ার গুরুত্বের কথা বহুবার তুলে ধরেছেন।(সৌজন্যে-দানিল মেদভেদেভ ইন্সটাগ্রাম)