Serena Williams-Venus Williams: অস্কারের মঞ্চ মাতালেন সেরেনা-ভেনাস

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 29, 2022 | 5:24 PM

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৪তম অস্কার (Oscars 2022)। টেনিসের রানি সেরেনা উইলিয়ামস (Serena Williams) ও তাঁর দিদি ভেনাস উইলিয়ামসও (Venus Williams) উপস্থিত ছিলেন রেড কার্পেটে। ভেনাস-সেরেনার বাবা রিচার্ড উইলিয়ামসনকে (Richard Williams) নিয়ে বানানো 'কিং রিচার্ড' সিনেমায় অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। এবং জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরষ্কার।

1 / 5
৯৪-তম অস্কারের মঞ্চ মাতালেন ভেনাস-সেরেনা জুটি।

৯৪-তম অস্কারের মঞ্চ মাতালেন ভেনাস-সেরেনা জুটি।

2 / 5
গুচির প্লিটেড পিঙ্ক-কালো রঙের নজরকাড়া পোশাকে রেড কার্পেটে হাঁটেন সেরেনা।

গুচির প্লিটেড পিঙ্ক-কালো রঙের নজরকাড়া পোশাকে রেড কার্পেটে হাঁটেন সেরেনা।

3 / 5
ভেনাসের পরনে ছিল সাদা রঙের রুপোলি বর্ডারের স্লিভলেস গ্রাউন।

ভেনাসের পরনে ছিল সাদা রঙের রুপোলি বর্ডারের স্লিভলেস গ্রাউন।

4 / 5
 'কিং রিচার্ড' সিনেমায় বিয়ন্সের 'বি অ্যালাইভ' গানটি রয়েছে। অস্কারের মঞ্চে বিয়ন্সে সেই গানটি গাওয়ার আগে এই ব্যাপারে ঘোষণা করেন সেরেনা-ভেনাস।

'কিং রিচার্ড' সিনেমায় বিয়ন্সের 'বি অ্যালাইভ' গানটি রয়েছে। অস্কারের মঞ্চে বিয়ন্সে সেই গানটি গাওয়ার আগে এই ব্যাপারে ঘোষণা করেন সেরেনা-ভেনাস।

5 / 5
সেরেনা-ভেনাসের বাবাকে নিয়ে তৈরি সিনেমা কিং রিচার্ডে অভিনয় করার জন্য সেরা অভিনেতা হিসেবে এই প্রথম অস্কার পেলেন ৫৩ বছর বয়সি হলিউডের জনপ্রিয় কৃষ্ণাঙ্গ অভিনেতা উইল স্মিথ (Will Smith)।

সেরেনা-ভেনাসের বাবাকে নিয়ে তৈরি সিনেমা কিং রিচার্ডে অভিনয় করার জন্য সেরা অভিনেতা হিসেবে এই প্রথম অস্কার পেলেন ৫৩ বছর বয়সি হলিউডের জনপ্রিয় কৃষ্ণাঙ্গ অভিনেতা উইল স্মিথ (Will Smith)।

Next Photo Gallery