Serena Williams: টিনএজার এমার কাছে হার টেনিস রানি সেরেনার
সিনসিনাটি মাস্টার্সের শুরুতেই বিদায় টেনিসের রানি সেরেনা উইলিয়ামসের। টিনএজার এমা রাডুকানুর কাছে প্রথম ম্যাচেই স্ট্রেট সেটে হেরে গেলেন চল্লিশের সেরেনা। ম্যাচের ফল ৬-৪, ৬-০ রাডুকানুর পক্ষে। দিনকয়েক আগেই ২৩টি গ্ল্যান্ড স্লামজয়ী সেরেনা জানিয়ে দিয়েছেন, চলতি বছরের ইউএস ওপেনের পরই তিনি অবসর নেবেন।